Thursday, August 21, 2025

ভুয়ো ভ্যাকসিনের জের? গুরুতর অসুস্থ সাংসদ-অভিনেত্রী মিমি

Date:

Share post:

শরীরটা কয়েকদিন ধরেই ভালো যাচ্ছিল না। গোদের উপর বিষ ফোঁড়ার মতো আবার ভুয়ো ভ্যাকসিনের (Fake Vaccine) কবলে পড়েছেন। ডাক্তার দেখানোর পর বেশ কিছু টেস্ট করা হয়। ভালোই ছিলেন। তবে আজ, শনিবার আচমকা অসুস্থ হয়ে পড়লেন সাংসদ-অভিনেত্রী (MP-Actress) মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)।

মিমির ঘনিষ্ঠ সূত্র মারফৎ জানা যাচ্ছে, এদিন ভোর থেকে পেটে অসহ্য ব্যথায় কাবু। দেখা দিয়েছে ডিহাইড্রেশনের সমস্যাও। তাঁর কসবার বাড়িতেই ডাক্তার ডাকা হয়েছিল। তাঁর রক্তচাপও বেশ কিছুটা কম বলেই জানিয়েছেন চিকিৎসক। এদিনও বেশ কিছু রক্ত পরীক্ষা করা হচ্ছে অভিনেত্রীর। ইতিমধ্যেই সাংসদ মিমি চক্রবর্তীর এদিনের সমস্ত রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, কসবায় ভুয়ো IAS দেবাঞ্জন দেবের ভুয়ো ক্যাম্প থেকে ভুয়ো ভ্যাকসিন নিয়েছিলেন মিমি চক্রবর্তী। আমন্ত্রণ পাওয়ার পর বাড়ির কাছে হওয়ার গত মঙ্গলবার কসবার ওই ক্যাম্পে নিজে গিয়ে ভ্যাকসিন নিয়েছিলেন মিমি। উদ্দেশ্য ছিল সচেতনতা প্রচার। ভ্যাকসিন নিতে মানুষকে উৎসাহিত করা। কিন্তু ভুয়ো IAS-এর চক্রে পড়ে গিয়েছিলেন তিনি।

ভ্যাকসিন নেওয়ার পরে কোনও সার্টিফিকেট না আসায় সন্দেহ হয় মিমির। খোঁজ নিয়ে জানেন, ওই ক্যাম্পে ভ্যাকসিন নেওয়া কারোরই সার্টিফিকেট আসেনি। এরপরেই থানায় অভিযোগ দায়ের করেন মিমি। পর্দা ফাঁস হয় প্রতারক দেবাঞ্জন দেবের। এবং তাঁর উদ্যোগেই আইএসকে গ্রেফতার করে পুলিশ। যা নিয়ে এখন তোলপাড় রাজ্য।

আরও পড়ুন-বিপদে মানুষের পাশে দাঁড়াতে এবার “ক্যুইক রেসপন্স টিম” তৈরির ভাবনা সায়িনীর

এদিকে, পুলিশি তদন্তে জানা যায়, কসবার ক্যাম্পে কোভিশিল্ডের নাম করে আমিকাসিন (Amikacin) অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল। Amikacin-এর ভায়েলের উপর কোভিশিল্ডের স্টিকার লাগিয়ে, সেই ওষুধ সাধারণ মানুষকে টিকা বলে দিয়েছিলেন অভিযুক্ত দেবাঞ্জন দেব। যদিও সেই ভুয়ো টিকার প্রভাবেই, অভিনেতা-সাংসদের শরীর খারাপ হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। চিকিৎসক পরীক্ষা করে দেখছেন মিমির অসুস্থতার প্রকৃত কারণ।

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...