শহরে সেঞ্চুরির দোরগোড়ায় পেট্রোল

Petrol diesel price hike on 2 consecutive days
প্রতীকী চিত্র।

ফের বাড়ল জ্বালানির দাম (Fuel Price Hike)। দেশজুড়ে পেট্রোল-ডিজেলের (Petrol-Disel) লাগাতার মূল্য বৃদ্ধিতে জেরবার মানুষ। বাণিজ্য নগরী মুম্বইতে (Mumbai) আগেই সেঞ্চুরি পার করেছে পেট্রোলের দাম। এবার কলকাতা (Kolkata), দিল্লি (Delhi) ও চেন্নাইতেও (Chennai) ১০০ ছুঁতে চলেছে পেট্রলের দাম।

আরও পড়ুন-ভুয়ো ভ্যাকসিনের জের? গুরুতর অসুস্থ সাংসদ-অভিনেত্রী মিমি

গতকাল, শুক্রবার সাময়িক বিরতির পর আজ, শনিবার ফের বাড়ল জ্বালানির দাম। এদিন কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ৯৭.৯৭ টাকা ও ডিজেল লিটার প্রতি ৯১.৫০ টাকা। অন্যদিকে, রাজধানী নয়াদিল্লিতে পেট্রল দাঁড়িয়েছে লিটার প্রতি ৯৮.১১ টাকা ও ডিজেল লিটার প্রতি ৮৮.৬৫ টাকা, বাণিজ্যনগরী মুম্বইয়ে লিটার প্রতি পেট্রল ১০৪.২২ টাকা ও ডিজেল লিটার প্রতি ৯৬.১৬ টাকা এবং চেন্নাইয়ে লিটার প্রতি পেট্রল ৯৯.১৯ টাকা ও ডিজেলের দাম লিটার প্রতি ৯৩.২৩ টাকা হয়েছে।

 

Previous articleভুয়ো ভ্যাকসিনের জের? গুরুতর অসুস্থ সাংসদ-অভিনেত্রী মিমি
Next articleশেষ ষোলোর প্রথম ম্যাচে ওয়েলসের মুখোমুখি ডেনমার্ক