Monday, August 25, 2025

বিজেপি (BJP) রাজ্যভাগের(partition) বিপক্ষে হলেও জন বার্লা, শিখা চট্টোপাধ্যায়, আনন্দময় বর্মনরা বারেবারেই আলাদা উত্তরবঙ্গ বা কেন্দ্রশাসিত উত্তরবঙ্গের কথা বলে অন্যায় কিছু করছেন না বলে মনে করেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শনিবার কলকাতা থেকে ট্রেনে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে সড়কপথে কোচবিহারের উদ্দেশে রওনা হওয়ার আগে দিলীপবাবু এ কথা জানান।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখানে গোর্খাল্যান্ডের(demand for Gorkhaland) দাবিতে আন্দোলন হয়েছে, কামতাপুরের (kamtapur) দাবিতে লড়াই হয়েছে। স্বাধীনতার ৭০ বছর পরেও উত্তরবঙ্গের মানুষের মনে নানা বিষয়ে ক্ষোভ-অভিযোগ রয়েছে। বারেবারে নানা দলকে জিতিয়ে উত্তরবঙ্গের অভাব-অভিযোগ ঘোচেনি। এখন বিজেপির উপরে উত্তরবঙ্গের মানুষ ভরসা করছেন। তাই এখনাকর মানুষের দাবি-দাওয়ার বিষয়টি জনপ্রতিনিধিরা বলতেই পারেন। এর পরেই দিলীপবাবুর সংযোজন, তাঁরা রাজ্যভাগের বিপক্ষে। তবে উত্তরবঙ্গের মানুষের দাবি-দাওয়া নিয়ে যদি কোনওদিন চিন্তাভাবনার সময় আসে এবং পরিস্থিতি তৈরি হয় তখন দেখা যাবে বলে তিনি মন্তব্য করেন।

এতদিন জন বার্লা আলাদা উত্তরবঙ্গের দাবিতে সরব হওয়ায় তাঁকে বিজেপির তরফে সতর্ক করা হয়েছে বলে অনেকে দাবি করেছেন। কিন্তু, বাস্তবে দিলীপবাবু বুঝিয়ে দিলেন, জন বার্লাকে শীর্ষ নেতাদের তরফে সতর্ক করা হয়নি। বরং, জন বার্লা এলাকাবাসীর কথা বলতেই পারেন বলে ঘুরিয়ে হলেও জনের পাশেই দাঁড়িয়েছেন দিলীপবাবু।

এদিন দিলীপবাবু কোচবিহারে যাবেন। সেখানে তিন বিঘায় একটি অনুষ্ঠানে যোগ দেবেন। তার পরে ভোট পরবর্তী হিংসার অভিযোগ যে সব এলাকায় রয়েছে সেখানে গিয়ে দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলবেন। তিনি জানান, কোচবিহার থেকে মালদহ, সব জায়গায় ঘুরে দেখবেন।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version