Saturday, August 23, 2025

সাতসকালেই জম্মু বিমানবন্দরে বিস্ফোরণ,ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

Date:

সাতসকালেই বিস্ফোরণ! রবিবার ভোরে জম্মু বিমানবন্দরে আচমকা বিকট শব্দে তীব্র বিস্ফারণে কেঁপে ওঠে আশেপাশের এলাকা। তড়িঘড়ি খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছছে বম্ব স্কোয়াড।বিমানবন্দরের টেকনিক্যাল অংশে বিস্ফোরণ কী থেকে ঘটেছে, এর পেছনে কোনও নাশকতার ছক রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।এর আগে শনিবার রাত দুটো নাগাদ জম্মু বিমানবন্দরের টেকনিক্যাল অংশ থেকে পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনায় আহত হয়েছেন দুইজন।

রবিবার সকাল সাতটা নাগাদ জম্মু বিমানবন্দরের টেকনিক্যাল স্পেস থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে এক কিলোমিটার দূর থেকেও সেই শব্দ শোনা যায়। এ প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানান, ফরেনসিক বিশেষজ্ঞ ও বম্ব ডিসপোজ়াল স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছেছে। গোটা বিমানবন্দরে তল্লাশি চালাচ্ছে।

জম্মু বিমানবন্দরের মোট দুটি অংশ রয়েছে। একটিতে সাধারণ যাত্রীরা যাতায়াত করেন, অপর অংশটি ভারতীয় বায়ুসেনার।  গতকাল রাতেই বায়ুসেনার টেকনিক্যাল অংশ থেকেই পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রশাসনের শীর্ষকর্তারাও ঘটনাস্থলে পৌঁছেছেন। আধিকারিকরা জঙ্গিহানার সম্ভাবনা উড়িয়ে দিলেও দুর্ঘটনা বা নাশকতার ঘটনা ঘটতে পারে বলেই সূত্রের খবর। গতকালই শ্রীনগরে গ্রেনেড হামলাও হয়। তবে এই ঘটনার সঙ্গে কোনও সম্পর্ক রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...
Exit mobile version