বেনজির বিয়ে সংক্রান্ত বিজ্ঞাপন, দুই জৈবিক কাজে আপত্তি যুবতীর!

পাত্র পাত্রীর বিজ্ঞাপন তো অনেক দেখেছেন। কিন্তু এমন বিজ্ঞাপন কী দেখেছেন কখনও?
ভারতের প্রথম সারির একটি ইংরেজি দৈনিকে বিয়ে সংক্রান্ত একটি বিজ্ঞাপন সম্প্রতি নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই বিজ্ঞাপনে ৩০ বছরের এক যুবতী নিজের জন্য উপযুক্ত পাত্রের বর্ণনা দিয়েছেন। সেই পাত্রকে কেমন হতে হবে তার বিবরণ রয়েছে ওই বিজ্ঞাপনে। আর সেই বিবরণ নিয়েই তুমুল হাসাহাসিতে মেতেছেন নেটাগরিকরা।

নিশ্চয়ই ভাবছেন কী এমন চাহিদা মহিলার?
ওই মহিলা চাইছেন, তাঁর হবু বরের যেন প্রতিষ্ঠিত ব্যবসা থাকে। সঙ্গে বাংলো অথবা ২০ একরের ফার্ম হাউস। যদিও তিনি নিজেকে পুঁজিবাদের বিরোধী বলে দাবি করেছেন বিজ্ঞাপনে।
৩০ বছরের ওই যুবতী জানিয়েছেন তিনি আদ্যন্ত নারীবাদী। তিনি শিক্ষিত। তাঁর শরীরে পিয়ার্সিং আছে। তিনি একটি সমাজসেবী সংস্থায় কর্মরত।

তিনি নিজের জন্য সুদর্শন, স্বাস্থ্যবান পাত্র খুঁজছেন যাঁর বয়স হতে হবে ২৫ থেকে ২৮ বছরের মধ্যে। কোনও ভাবেই ২৮ বছরের বেশি হওয়া চলবে না। সঙ্গে রান্নাও জানতে হবে পাত্রকে। এবং দু’টি জৈবিক কাজ কিছুতেই করতে পারবেন না ওই পাত্র। প্রথমত, তিনি বাতকর্ম করতে পারবেন না। এমনকি ঢেঁকুরও তুলতে পারবেন না।
মহিলার নাম আক্তার এশা মাসলো। তাঁর এই চাহিদা নিয়ে রীতিমতো হেসে লুটোপুটি নেটিগরিকরা।