Thursday, November 13, 2025

‘ছবিতে রবীন্দ্রসঙ্গীত থাকলে কী আপনিই লিখবেন?’ শ্রীজাতকে কেন বললেন সাহানা?

Date:

খুব শিগগিরি সিনেমা পরিচালনার দুনিয়ায় পা রাখতে চলেছেন শ্রীজাত। ছবির নাম, ‘মানবজমিন’। ছবিটির সুর করবেন জয় সরকার এবং ছবির সঙ্গে সঙ্গে গান বাঁধার দায়িত্বও শ্রীজাত-র। ছবি পরিচালনার খবর একটি সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সেই খবর নিজের ফেসবুকে তাঁর অনুরাগীদের মধ্যে ভাগ করে নেন শ্রীজাত। পরিচালকের খবর প্রকাশ পেতেই তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছেবার্তা জানান টেলিদুনিয়ায় শিল্পীরা ছাড়াও আরও অনেকে। তবে অভিনন্দন জানিয়ে গায়িকা সাহানা বাজপেয়ী প্রশ্ন করেন, এই ছবিতে যদি রবীন্দ্রসঙ্গীত থাকে, সেগুলো কি আপনি লিখবেন?’গায়িকার এই প্রশ্নে তোলপাড় নেটদুনিয়া । কিন্তু কেন সোশ্যাল মিডিয়ায় কবিকে এই কটাক্ষ সাহানার?

তবে সাহানার প্রশ্নকে এঁড়িয়ে যাননি শ্রীজাত। উত্তরে তিনি বলেছেন,’ রবীন্দ্রসঙ্গীত লিখে লিখে ক্লান্ত। ভাবছি এবার একটু রামপ্রসাদী গান লেখার চেষ্টা করব।’  সঙ্গে সাহানাকে ধন্যবাদও জানিয়েছেন নব্য-পরিচালক।

সূত্রের খবর,কটাক্ষ নয়, সাহানা নাকি শ্রীজাত-র সঙ্গে মজা করেছেন। এর আগে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালিত ‘এক যে ছিল রাজা’ ছবিতে ‘মহারাজা একি সাজে’ গান গাওয়ার সময় শ্রীজাত ও সাহানার আড্ডা বসে। সেখানে শ্রীজাত নাকি তাঁকে বলেছিলেন, এবার তিনি ভাবছেন যে রবীন্দ্রসঙ্গীতই লিখবেন। কারণ কোনও ছবিতে যদি রবীন্দ্রসঙ্গীত থাকে তাহলে বাদবাকি যত ভালো গানই থাকুক না কেন, সব ভুলে শ্রোতারা সেই রবীন্দ্রসঙ্গীতটিকেই বেছে নেবেন। তাই সেকথা মনে করিয়ে দিয়ে নব্য পরিচালকের সঙ্গে খানিকটা রসিকতা করেছেন সাহানা।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version