Friday, August 22, 2025

অগাস্টেই ভারতে আসতে চলেছে ১২ বছর ঊর্ধ্বদের জন্য Zydus Cadila কোভিড ভ্যাকসিন। জুলাইয়ের শেষ সপ্তাহের মধ্যেই Zydus Cadila-র ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শেষের পরেই অগাস্ট মাস থেকেই পাওয়া যাবে এই টিকা। এমনটাই জানিয়েছে ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইমিউনাইজেশনের (NTAGI) চেয়ারম্যান ডা. এন কে আরোরা।

NTAGI-এর চেয়ারম্যান জানিয়েছেন, “আমাদের আশা জুলাইয়ের মধ্যেই পরীক্ষামূলক প্রয়োগ শেষ হবে। অগাস্ট মাস থেকে ১২ থেকে ১৮ বছর বয়সীদের জন্য টিকাকরণ শুরু করা যাবে। সরকারের লক্ষ্য জুলাই মাসে প্রতিদিন ১ কোটি দেশবাসীর টিকাকরণের ব্যবস্থা করা। ৬ থেকে ৮ মাসের মধ্যে টিকাকরণের যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে তা পূরণ করতেই এই সিদ্ধান্ত নিতে চলেছে সরকার।”

এইমস দিল্লির ডিরেক্টর ডা. রণদীপ গুলেরিয়া জানিয়েছেন, “জাইডাস ক্যাডিলা ডিএনএ ভ্যাকসিন। একেবারেই ভিন্ন পদ্ধতিতে ব্যবহার করা হয়। আমাদের গর্ব করা উচিত। কারণ এই ধরনের টিকা আগে কখনই দেশে তৈরি হয়নি।” গুলেরিয়া আরও জানিয়েছেন,”ভ্যাকসিন সংক্রান্ত সমস্ত তথ্য নিয়ামক সংস্থাকে জানিয়ে প্রয়োগের জন্য আবেদন করবে জাইডাস ক্যাডিলা।”

আরও পড়ুন-জম্মুতে এবার জনবহুল স্থান থেকে উদ্ধার হলো আরও একটি আইইডি বোমা

আরোরা আরও বলেছেন, “প্রত্যেকের টিকা নেওয়া উচিত। টিকা নেওয়ার জন্য এগিয়ে আসা উচিত। ভ্যাকসিন নেওয়া অত্যন্ত প্রয়োজন। সারা দেশে ভ্যাকসিন নিয়ে ভুল তথ্য, গুজব ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। অনেই মনে করছেন ভ্যাকসিন নিলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। ভ্যাকসিন ৯৫ থেকে ৯৬ শতাংশ কার্যকরী। এখনও পর্যন্ত ভ্যাকসিন নিয়ে সামান্য জ্বর বা ব্যথা ছাড়া অন্য কোনও সমস্যা হয়নি। এখনও পর্যন্ত যারা টিকা নিয়েছেন তাঁদের মধ্যে ৪ থেকে ৫ শতাংশকে হাসপাতালে ভর্তি করা হয়েছে অ্যালার্জি সংক্রান্ত সমস্যার জন্য।”

 

Related articles

হাতে হাত মিলিয়ে কাজ করুন: বাঁকুড়া-বিষ্ণুপুর সাংগঠনিক জেলা নেতৃত্বকে বার্তা অভিষেকের

ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে জেলাওয়াড়ি বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার, বাঁকুড়া...

স্মৃতি-তাড়িত হতে দিন: মোদির মেট্রো উদ্বোধনের দিন সব মনে করালেন মুখ্যমন্ত্রী

রেলমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে উজাড় করে দিয়েছিলেন। নতুন রুট, লাইন, ট্রেন, স্টেশন, প্রকল্প, কর্মসংস্থান— কী দেননি! ইউপিএ...

হাত-পা বাঁধা, মুখে সেলোটেপ উদ্ধার বৃদ্ধার দেহ, আতঙ্ক নিউ গড়িয়ায়

খাস কলকাতায় চমকে ওঠার মতো ঘটনা। শুক্রবার সকালে নিউ গড়িয়ার একটি অভিজাত আবাসন থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার...

ক্যাপ সমীক্ষা প্রকাশ হতেই ফাঁস হল বিজেপির ষড়যন্ত্র

বিজেপির এসআইআর ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল অবশেষে। ক্যাপ সমীক্ষা প্রকাশ হতেই ধরা পড়ে গেল বিজেপি। প্রত্যেক রাজ্যে ভোটের...
Exit mobile version