ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ, ফের লকডাউনের পথে অস্ট্রেলিয়া

ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ( delta variant) ক্রমেই বাড়ছে অস্ট্রেলিয়া (Australia) জুড়ে। সংক্রমণ(pandemic situation) যাতে মাত্রাতিরিক্ত সীমা না ছাড়ায় সেজন্য শুরু থেকেই লকডাউন (lockdown) আর কোভিড বিধি (covid protocol) মেনে চলার উপরে জোর দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। দেশের যে যে প্রদেশে সংক্রমণ বেশি ছড়াচ্ছে সেখানে লকডাউন করে দেওয়া হয়েছে। তবে যে দ্রুততার সঙ্গে নতুন করে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, তাতে গোটা দেশজুড়েই ফের লকডাউন জারি হতে পারে বলে মনে করা হচ্ছে। ফেডেরাল ট্রেজ়ারার জশ ফ্রাইডেনবার্গ বলেছেন , “আমরা হয়তো করোনা প্যান্ডেমিকের নতুন পর্যায়ে প্রবেশ করতে চলেছি অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের (delta variant) কারণে। সংক্রমণ নিয়ন্ত্রণে কঠিন সময়ের মধ্যে পড়তে হয়েছে অস্ট্রেলিয়াকে।” তিনি জানান, প্রধানমন্ত্রী স্কট মরিসনের অধীনে জাতীয় নিরপত্তা কমিটি মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন এবং দেশের করোনা পরিস্থিতি যাচাই করে দেখবেন।

এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সবথেকে ঘনবসতিপূর্ণ শহর সিডনিতে (Sydney) সংক্রমনের মাত্রা নিয়ন্ত্রণের জন্য দু’ সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। ডারউইনেও দু’দিনের জন্য শাটডাউন করা হয়েছে। কুইন্সল্যান্ড(Queensland), ব্রিসবেন (Brisbane) সহ একাধিক জায়গায় মাস্ক পরা, সামাজিক দূরত্ব বিধি মেনে চলার মত সাধারণ কোভিড (covid protocol) বিধি পুনরায় আরোপ করা হয়েছে।

Previous articleরেলকর্মী এবং তাঁদের পরিবারের সদস্যদের টিকাকরণের জন্য বিশেষ ট্রেন চালু করল রেল কর্তৃপক্ষ
Next articleপুলিশি- তদন্তে স্থগিতাদেশের আর্জি নিয়ে ভ্যাকসিন- কাণ্ডে নতুন মামলা হাইকোর্টে