বিধান পরিষদ গঠনের প্রস্তুতি শুরু, ৮ জুলাই বিধানসভায় পেশ হবে বিল

Preparations for the formation of the Legislative Assembly have also started bill will be introduced in Assembly on July 8

ল্যান্ড স্লাইড ভিক্ট্রি নিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার সরকার গঠনের পরেই ইস্তেহারের প্রতিশ্রুতি পালন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। অন্যান্য প্রতিশ্রুতি মতোই এবার বিধান পরিষদ গঠনের প্রস্তুতি শুরু হল। ৮ জুলাই বিধানসভায় পেশ হতে চলেছে বিধান পরিষদ (Bidhan Parishad Bill) বিল। সোমবার সর্বদলীয় বৈঠকের পর সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)।

সূত্রের খবর, বাজেট অধিবেশনের শুরুর মুখে রাজ্য বাজেট পেশের পরের দিনই এই গুরুত্বপূর্ণ বিল পেশ করা হবে। এদিন বিধানসভা অধিবেশনের পূর্ণাঙ্গ সূচিও ঘোষণা করেন পার্থ চট্টোপাধ্যায়।
সূচি:
রাজ্যপালের ভাষণ দিয়ে ২ জুলাই বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে।
দুপুর ২টো রাজ্যপালের ভাষণ। এরপর বিরতি।
তারপর ধন্যবাদ জ্ঞাপন।
পরে উপাধ্যক্ষ নির্বাচন।
৩ এবং ৪ জুলাই ছুটি।
৫ ও ৬ তারিখ ১১ টা থেকে দুপুর ২টো পর্যন্ত রাজ্যপালের ভাষণের উপর বিতর্ক।
এরপর ৭ তারিখ দুপুর দুটোয় বাজেট পেশ।
৮ তারিখ বিধান পরিষদ তৈরির প্রস্তাবে বিল পেশ।

আরও পড়ুন-বার কাউন্সিলকে তৃণমূলের অফিস বানানো হয়েছে, পাল্টা অভিযোগ চার সদস্যের

২০১১ সাল থেকেই বিধান পরিষদ গঠনের উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। এ নিয়ে দীর্ঘ আলাপ আলোচনাও হয়েছে। একুশে ক্ষমতায় ফেরার পরই বিধান পরিষদ গঠনের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন, প্রথম বিধানসভা অধিবেশনেই এই বিল পেশ করা হবে। কথা রাখলেন মমতা। ১৭ মে মন্ত্রিসভার বৈঠকে বিধান পরিষদ গঠনের সিদ্ধান্ত পাশ হয়। এবার বিধানসভায় প্রস্তাব পাশ করা হবে।

সর্বদল বৈঠক নিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, অধ্যক্ষ সর্বদল ডেকেছিলেন। বিজেপি পরিষদীয় দলের নেতারাও অংশ নিয়েছিলেন। “বিরোধী দলনেতা এলে খুশি হতাম। তিনি কেন এলেন না জানি না। যাঁদের নাম নেই তাদেরকে পাঠিয়েছিলেন।” পার্থ জানান, এদিনের বৈঠকে অধ্যক্ষ সবাইকে বিধানসভার রীতি নীতি নিয়ে জানিয়েছেন। অনেকেই নতুন। সবার সমর্থন চাওয়া হয়েছে।

 

Previous articleকবীর সুমনকে দেখতে এসএসকেএম-এ মুখ্যমন্ত্রী 
Next article৬ মাসের শিশু-সহ ১৮ বছরের স্বামী পরিত্যক্ত যুবতীই এখন সাব-ইন্সপেক্টর