Monday, May 5, 2025

বার কাউন্সিলকে তৃণমূলের অফিস বানানো হয়েছে, পাল্টা অভিযোগ চার সদস্যের

Date:

“রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান তথা বজবজের তৃণমূল বিধায়ক অশোক দেব কাউন্সিলকে তৃণমূলের কার্যালয় বানিয়ে ফেলেছেন।”

দেশের প্রধান বিচারপতিকে পাল্টা চিঠিতে কাউন্সিলের চেয়ারম্যানের বিরুদ্ধে সোমবার এই অভিযোগ জানালেন কাউন্সিলের চার সদস্য৷ আইনজীবী মহলের মন্তব্য, এই চার সদস্যই তৃণমূল বিরোধী মনোভাবাপন্ন৷ পরিকল্পিতভাবেই এই চিঠি লেখা হয়েছে৷

রবিবার রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব দেশের প্রধান বিচারপতিকে এক চিঠির মাধ্যমে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের অপসারণ দাবি করেন৷ ৬ পাতার চিঠিতে অশোক দেবের অভিযোগ করেন, নারদ-মামলায় কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ভূমিকা সন্তোষজনক নয়। নন্দীগ্রাম-পুণর্গণনা মামলার শুনানি বিজেপি ঘনিষ্ঠ বলে পরিচিত বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ থেকে সরানোর আর্জিও খারিজ করেন রাজেশ বিন্দল। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ভূমিকা নিরপেক্ষ নয়, তাই এখনই বিন্দলকে সরানো হোক বিচারব্যবস্থার মর্যাদা রক্ষার স্বার্থে৷

আরও পড়ুন-দেবাঞ্জনকাণ্ডে কড়া ব্যবস্থা নিচ্ছে রাজ্য, দায় এড়াতে পারে না পুলিশ-পুরসভা: মুখ্যমন্ত্রী

সোমবার বার কাউন্সিলের চার সদস্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে পাল্টা চিঠি লিখে জানিয়েছেন, বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব যে চিঠি দেশের প্রধান বিচারপতিকে দিয়েছেন, তা কাউন্সিলের সর্বসম্মত সিদ্ধান্ত নয়৷ অপসারণ ইস্যুতে চেয়ারম্যানের সঙ্গে একমত নন তাঁরা। বার কাউন্সিলের চার সদস্য, কৈলাস তামোলি, সমীর পাল, রবীন্দ্রনাথ ভট্টাচার্য এবং মিহির দাস, সোমবার প্রধান বিচারপতি রামান্নাকে লিখেছেন লেখেন, “কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের অপসারণ চেয়ে বার কাউন্সিলের চেয়ারম্যান যে চিঠি দিয়েছেন সেই বিষয়ে বার কাউন্সিল একমত নন৷ কাউন্সিলের সদস্যদের সঙ্গে আলোচনা না করে ওই চিঠি দেওয়া হয়েছে। কোনও বিচারপতির অপসারণ চেয়ে চিঠি দেওয়ার কোনও এক্তিয়ারই নেই বার কাউন্সিলের৷ চেয়ারম্যান-সহ কিছু পদাধিকারী বার কাউন্সিলকে তৃণমূলের কার্যালয় বানিয়ে ফেলেছেন।”

 

Related articles

টুটুকে নিয়ে মিলল না সমাধান, ফের হবে বৈঠক

টুটু বোসের(Tutu Bose) পদত্যাগ গ্রহনের সিদ্ধান্ত ঝুলেই রইল। সোমবারের বৈঠকেও মিলল না সমাধান। পরের সপ্তাহে ফের মোহনবাগানের(Mohunbagan) কার্যকরী...

সিনেমায় কোপ! ট্রাম্পের নতুন ঘোষণায় চিন্তায় ভারতের প্রযোজকরা

ট্রাম্পের শুল্কের বন্যায় অস্থির বিশ্ব। চিনের উপর আবার অতিরিক্ত শুল্ক। এবার বিনোদন ক্ষেত্রকেও চড়া শুল্কের আওতায় আনলেন মার্কিন...

শীঘ্রই শুরু দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের দ্বিতীয় পর্বের কাজ

কলকাতা ও হাওড়ার অন্যতম সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের দ্বিতীয় পর্যায়ের কাজ শীঘ্রই শুরু হতে চলেছে। ইতিমধ্যেই প্রথম...

প্রত্যেক রাজ্য-কেন্দ্রশাসিত অঞ্চলকে ব্ল্যাক আউট করে মক ড্রিল করানোর নির্দেশ কেন্দ্রের

পঞ্জাবের মতো সব রাজ্যে (State) ও কেন্দ্রশাসিত অঞ্চলে ব্ল্যাক আউট (Blackout) করে মক ড্রিল (Mock Drill) করানোর নির্দেশ...
Exit mobile version