বড় সাফল্য! গ্রেফতার লস্কর-ই-তৈবা কম্যান্ডার নাদিম আবরার

ধরা পড়ল লস্কর-ই-তৈবা কম্যান্ডার নাদিম আবরার। এই গ্রেফতারির সূত্রে কাশ্মীরের IGP বিজয় কুমার বলেছেন, এটা বড় সাফল্য। সূত্রের খবর,নাদিম JK 05E 5646 নম্বর প্লেট লাগানো একটি গাড়িতে করে যাওয়ার সময় পরিম্পরা নামক ক্রসিংয়ে তাকে ধরা হয়। জানা গিয়েছে, শ্রীনগর পুলিশ এই অপারেশ চালিয়েছে।

আরও পড়ুন-ঝুঁকি না নিয়ে মরুদেশে সরিয়ে দেওয়া হল টি২০ বিশ্বকাপ, জানালেন সৌরভ

সোমবার বুদ্গাম জেলার নারবাল এলাকা থেকে নাদিম আবরারকে গ্রেফতার করা হয়েছে। শ্রীনগর-বারামুল্লার সীমান্ত অঞ্চলে বহু আক্রমণ ও হত্যার সঙ্গে জড়িত এই লস্কর-ই-তৈবা কম্যান্ডার। সূত্রের খবর, সরাসরি প্রতিরক্ষা বাহিনীর উপর আক্রমণের অভিযোগও রয়েছে তার উপরে।

 

Previous articleভুল তথ্য: হাওয়ালা চার্জশিটে নাম ছিল না, মুখ্যমন্ত্রীর অভিযোগের জবাবে দাবি রাজ্যপালের
Next articleরাজ্যপালকে এবার পাল্টা নিশানা তৃণমূল সাংসদ সুখেন্দুশেখরের