Monday, August 25, 2025

স্বস্তি দিয়ে অনেকটাই কমল দেশের দৈনিক সংক্রমণ, হাজারের নীচে নামল মৃত্যুও

Date:

উদ্বেগ কমিয়ে দেশের দৈনিক সংক্রমণ ৪০ হাজারের নীচে নামল। পাল্লা দিয়ে কমল মৃত্যুও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের দৈনিক সংক্রমণ অনেকটাই নেমে ৩৭ হাজার ৫৬৬ জন হয়েছে। এনিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত হলেন, ৩ কোটি ৩ লক্ষ ১৬ হাজার ৮৯৭ জন। সেইসঙ্গে মৃত্যু কমে হাজারের নীচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯০৭ জনের।দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৯৭ হাজার ৬৩৭ জনের।

পাশাপাশি সক্রিয় রোগী কম হওয়ার প্রবণতা অব্যাহতই রয়েছে।এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা, ৫ লক্ষ ৫২ হাজার ৬৫৯। এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৩ লক্ষ ৬৬ হাজার ৬০১ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৫৬ হাজার ৯৯৪।

রবিবারের তুলনায় সোমবার টিকাকরণ অনেকটাই বেশি হয়েছে। চিকিৎসকদের কথায় করোনার তৃতীয় ঢেউ রুখতে টিকাকরণই একমাত্র উপায়। ডেল্টা প্রজাতিকে আপাতত সবচেয়ে মারাত্মক প্রজাতি হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেখান থেকেই রূপ বদলে তৈরি হয়েছে ডেল্টা প্লাস। বিশেষজ্ঞদের মতে ভারতে এই প্রজাতির হাত ধরেই আসতে চলেছে তৃতীয় ঢেউ। তাই সম্প্রতি কেন্দ্র ডেল্টা প্লাস নিয়ে আলাদা ভাবে নির্দেশিকা জারি করে জানিয়েছে, এই নতুন প্রজাতি যথেষ্ট উদ্বেগের বিষয়।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version