Saturday, August 23, 2025

চোরে চোরে মাসতুতো ভাই! এবার গ্রেফতার দেবাঞ্জনের শাগরেদ ভাই কাঞ্চন দেব

Date:

এতো চোরে চোরে মাসতুতো ভাই! না হলে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে জড়িত দেবাঞ্জন দেবের এক দূরসম্পর্কের আত্মীয়, সম্পর্কে যিনি আবার ভাই, সেই কাঞ্চন দেবকেও শেষ পর্যন্ত গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়োন্দারা। এরই পাশাপাশি গ্রেফতার করা হয়েছে আরও একজনকে। ধৃতের নাম শরৎ পাত্র।

নিশ্চয়ই ভাবছেন কে এই কাঞ্চন, আর কেনই বা তাকে গ্রেফতার করা হয়েছে? আসলে কাঞ্চন দেবাঞ্জনের দূর সম্পর্কের আত্মীয় । কাঞ্চন জানিয়েছে, দেবাঞ্জন তাকেও প্রতারণা করেছিল !
চাকরি দেওয়ার নাম করে টাকা নিলেও ,শেষপর্যন্ত কিন্তু সেই চাকরি জোটেনি কাঞ্চনের কপালে।

ইতিমধ্যেই এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃত দুজনেই দেবাঞ্জনের শাগরেদ ছিল। ধৃতদের মধ্যে শরৎ পাত্র ভুয়ো ক্যাম্পে ভুয়ো টিকা দিত ৷ সে-কথা জেরায় সে স্বীকার করে নিয়েছে ৷ আর কাঞ্চন কসবার অফিসে বসত। দেবাঞ্জনকে জেরার পর এই দুই ব্যক্তির নাম পান গোয়েন্দারা । পরে রাতভর তাদের জিজ্ঞাসাবাদ করার পর অবশেষে দুই ব্যক্তিকে গ্রেফতার করেন গোয়েন্দারা ।

কাঞ্চন দেব কিন্তু জানতো, দেবাঞ্জন রাজ্য সরকারের আমলা নয় । কাঞ্চন পুলিশকে জানিয়েছে, সে নিজেও দেবাঞ্জনের থেকে প্রতারিত হয়েছিল । কিন্তু কীভাবে প্রতারিত হয়েছিল ? প্রতারিত হওয়ার পরও দেবাঞ্জনের সঙ্গে কাজ করছিল কেন ? কোনও বিষয়ই স্পষ্ট নয় ৷ তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ জেরায় আরও তথ্য উঠে আসবে বলে মনে করছেন গোয়েন্দারা ৷

তদন্তে জানা গিয়েছে, দেবাঞ্জন নিজেই একটি নির্বাচন ডাকে । তার নাম ওয়েস্ট বেঙ্গল এমপ্লই ফেডারেশন ইলেকশন ৷ সেই ভোটে দেবাঞ্জনের কর্মীরাই ভোট দিয়েছিল ৷ পরে দেবাঞ্জন নিজেই নিজেকে জয়ী বলে ঘোষণা করে । গোয়েন্দারা খতিয়ে দেখবেন যে ধৃত শরৎ আদৌ টিকা দেওয়ার কাজে প্রশিক্ষিত ছিল কি না ৷

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version