আফগানিস্তানে ভারতীয়দের অপহরণের ষড়যন্ত্র, সতর্কবার্তা জারি করল কাবুল দূতাবাস

প্রায় দুই দশক ধরে চলা সন্ত্রাসবিরোধী লড়াইয়ে দাড়ি টেনে এবার আফগানিস্তান(Afghanistan) থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছে আমেরিকা(America)। মার্কিন ফৌজের(US Army) অবর্তমানে আফগানিস্তানের শাসনভার উঠতে চলেছে ফের তালিবানের(taliban) হাতেই। এই পরিস্থিতিতে আফগানিস্তানের থাকা ভারতীয় নাগরিকদের(Indian citizen) উদ্দেশে সতর্কবার্তা জারি করল নয়াদিল্লি। মঙ্গলবার ভারতীয় দূতাবাসে তরফে এক সতর্কবার্তা জারি করে বলা হয়েছে, আফগানিস্থানে থাকা ভারতীয় নাগরিকদের অপহরণ করা হতে পারে। ফলে তারা যেন সতর্ক থাকেন।

আরও পড়ুন:ওয়েম্বলি স্টেডিয়ামে বসে ইংল‍্যান্ড বনাম জার্মানির ম‍্যাচ দেখলেন পন্থ

দূতাবাসে তরফে জারি করা ওই সতর্কবার্তায় স্পষ্টভাবে লেখা হয়েছে, “আফগানিস্তানের বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে জঙ্গি সংগঠনগুলি। তাদের নিশানায় রয়েছে সেনাবাহিনী, সরকারি দফতর ও সাধারণ মানুষ। এসব ঘটনা থেকে ভারতীয় নাগরিকরা ছাড় পাবেন বলে ভাবার কোনও কারণ নেই। বিশেষ করে অপহরণের ভয় রয়েছে। তাই সে দেশে কর্মরত বা ঘুরতে যাওয়া ভারতীয় নাগরিকদের অত্যন্ত সতর্ক থাকতে হবে।” একইসঙ্গে জানানো হয়েছে আফগানিস্থানে কোনরকম অপ্রয়োজনীয়’ সফর না করার জন্য। যদি কেউ সফরে আসেন সে ক্ষেত্রে সেনা চৌকি ও মিলিটারি কনভয় থেকে দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।