কাঁথির সমবায় ব্যাঙ্কে দুর্নীতির তদন্ত: মমতা

Shuvendu Adhikariর চিন্তা বাড়ছে?
স্বয়ং মুখ্যমন্ত্রী mamata banerjee বলে দিলেন,” কাঁথি, তমলুক, মেদিনীপুরসহ কয়েকটি সমবায়ব্যাঙ্কে দুর্নীতির অভিযোগ এসেছে। বেনামে ভুয়ো অ্যাকাউন্টে ভূতেরা টাকা রাখছে বলে অভিযোগ। ওই টাকা সরকার নেবে। অনিয়মেরও অভিযোগ আছে। তদন্ত ঠেকানোর চেষ্টা করতে আদালতেও যাচ্ছেন ভূতেরা। অনেক ভূত এসব থেকে বাঁচতে রামনাম করতে শুরু করেছে। এসব চলবে না। তদন্ত হবে। অর্থদপ্তর তদন্ত করছে।”
উল্লেখ্য, এই সমবায় ব্যাঙ্কগুলি শুভেন্দুর দায়িত্বে ছিল এবং রয়েছে।
মমতা এদিন আরও বলেন,” এত কিছুর পরেও কিছু লোক এখনও চিটফান্ডে টাকা রাখছেন। কেন রাখেন? ব্যাঙ্কে রাখুন। এসব অন্যায় বরদাস্ত করব না।”

 

Previous articleওয়েম্বলি স্টেডিয়ামে বসে ইংল‍্যান্ড বনাম জার্মানির ম‍্যাচ দেখলেন পন্থ
Next articleআফগানিস্তানে ভারতীয়দের অপহরণের ষড়যন্ত্র, সতর্কবার্তা জারি করল কাবুল দূতাবাস