ভোটে কারচুপি করতে ভুয়ো অফিসারদের ব্যবহার করেছিল রাজ্য। এদিন এমনই দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি। দিলীপ ঘোষের দাবি, ওই ভুয়ো অফিসারগুলো গণনায় কারচুপি করেছেন। এদিন জেলা সফরে গিয়ে দিলীপ ঘোষ দেবাঞ্জন ইস্যুকে ভোটের সঙ্গে মিলিয়ে দাবি করেছেন, ‘এবারের নির্বাচনে অনেক ভুয়ো অফিসার ছিল, যারা গণনাকে প্রভাবিত করেছে। জালি লোক ঢোকানো হয়েছিল। ভোট এদিক-ওদিক করেছেl
যদিও দিলীপের বক্তব্যের কোনও গুরুত্ব নেই বলে জানিয়েছে রাজনৈতিক মহলের একাংশ। কারণ বিধানসভা নির্বাচন হয়েছে নির্বাচন কমিশনের তত্বাবধানে। অফিসার তাদের মাধ্যমেই ভোটের কাজে নিয়োগ হয়েছিল। অস্বচ্ছতা থাকলে দায়িত্ব পুরোটাই জাতীয় নির্বাচন কমিশনের। তাই দিলীপ ঘোষের কথার কোনও দাম নেই।
