Wednesday, August 27, 2025

এর আগে একাধিকবার তলব করা হলেও করোনা পরিস্থিতির কারণ দেখিয়ে বৈঠক এড়িয়েছিল ফেসবুক। অবশেষে তথ্যপ্রযুক্তি(IT) বিষয়ক সংসদীয় কমিটির বৈঠকে ফেসবুকের(Facebook) পাশাপাশি হাজিরা দিলেন গুগলের প্রতিনিধিরাও(Google)। সম্প্রতি হওয়া এই বৈঠকে কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বাধীন কমিটি ওই দুই সংস্থাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ভারতের আইন এবং নয়া তথ্য প্রযুক্তি আইন মেনে চলতে হবে। এ ছাড়া ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে গুগল-ফেসবুককে কঠোরতম পদক্ষেপ করতেও বলেছে সংসদীয় কমিটি(parliamentary committee)।

আরও পড়ুন:কোভিডের উৎস কি চিন? কী বলছেন উহান পরীক্ষাগারের একমাত্র বিদেশি বিজ্ঞানী

জানা গিয়েছে, নাগরিকদের অধিকার রক্ষা, অনলাইন সংবাদ পোর্টালগুলির অপব্যবহার রোখা, ডিজিটাল দুনিয়ায় মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার মতো বিষয় নিয়ে বক্তব্য জানতে চেয়ে মঙ্গলবার দুই সংস্থার প্রতিনিধিদের তলব করে সংসদীয় কমিটি। যেখানে ফেসবুক ইন্ডিয়ার তরফে হাজির ছিলেন পাবলিক পলিসি (এশিয়া প্যাসিফিক) সংক্রান্ত ডিরেক্টর শিবনাথ ঠাকুরাল এবং অ্যাসোশিয়েট জেনারেল কাউন্সেল নম্রতা সিং। পাশাপাশি, গুগল ইন্ডিয়ার তরফে কান্ট্রি হেড ও ডিরেক্টর (পাবলিক পলিসি) আমন জৈন এবং লিগাল হেড গীতাঞ্জলি দুগ্গল উপস্থিত ছিলেন। কমিটির তরফে দুই সংস্থাকে আজ জানানো হয় যে, তথ্যের সুরক্ষা সংক্রান্ত তাদের বর্তমান নীতিতে গলদ রয়েছে। আদালত এবং সরকারের নির্দেশের পাশাপাশি ভারতের নয়া তথ্যপ্রযুক্তি আইনও মেনে চলতে বলা হয় তাদের। সূত্রের খবর, আগামী দিনে ইউটিউবের প্রতিনিধিদেরও ডেকে পাঠাবে এই কমিটি।

 

Related articles

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...
Exit mobile version