Friday, November 7, 2025

ভুয়ো-ভ্যাকসিন কাণ্ডের পূর্ণাঙ্গ রিপোর্ট রাজ্যের কাছে তলব হাইকোর্টের

Date:

কসবার ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে
রাজ্য সরকারের পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট ৷ আগামী শুক্রবার, ২ জুলাইয়ের মধ্যে রাজ্যকে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে৷

ভুয়ো-ভ্যাকসিন কাণ্ডের CBI তদন্ত-সহ অন্যান্য দাবির ভিত্তিতে কলকাতা হাইকোর্টে আপাতত চারটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে৷ বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে একইসঙ্গে সব ক’টি মামলার শুনানি শুরু হয়েছে৷ অন্যতম মামলাকারী তাপসকুমার মাইতির তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সওয়ালের শুরুতেই দাবি করেন, এই মুহুর্তেই ভুয়ো-ভ্যাকসিন কাণ্ডের যাবতীয় নথি আদালতের নিজের হেফাজতে নেওয়া প্রয়োজন৷ না হলে সঠিক সময়ে অনেক নথির দেখা নাও মিলতে পারে৷ আর এক আবেদনকারী বিজেপি যুবমোর্চার নেতা তরুণজ্যোতি তেওয়ারির তরফে আইনজীবী বিল্বদল ভট্টাচার্য কলকাতা পুলিশের তদন্তে এখনই স্থগিতাদেশ দেওয়ার আর্জি জানান৷
হলফনামায় বলা হয়েছে, ভুয়ো- ভ্যাকসিন কাণ্ড এবং অভিযুক্ত
দেবাঞ্জন দেব সংক্রান্ত যাবতীয় নথি ও তথ্য কেন্দ্রীয় নিরাপত্তা বলয়ে সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হোক৷

এদিনের শুনানিতে আদালত একাধিক প্রশ্ন করেন সরকারি কৌঁসুলি অনির্বাণ রায়কে৷

◾বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় – একজন প্রতারক, নিজেকে IAS পরিচয় দিয়ে গোটা রাজ্যে ঘুরে বেড়ালেন৷ তাঁর সঙ্গে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব এক মঞ্চে অনুষ্ঠান করলেন, সর্বত্র ব্যুরোক্র্যাট হিসেবে ওই প্রতারক বলে বেড়ালেন কিভাবে ? কি করছিলো পুলিশ প্রশাসন ?

◾ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি – ওই ব্যক্তি বিভিন্ন ধরনের অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে উপস্থিত ছিলেন। পুলিশের কিছু অফিসারও ছিলেন? কি করে এটা সম্ভব? আইন নীরব ছিলো কেন ?

◾বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় – ওই ব্যক্তি নিজেকে IAS পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় ভ্যাকসিন- ক্যাম্প করেছেন। কলকাতা পুরসভার কমিশনার, যুগ্ম- কমিশনার কি করছিলেন? সরকারি আইনজীবী এ সবের উত্তর দিন৷

◾ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি – পশ্চিমবঙ্গেই এই ধরনের ঘটনা ঘটে যাওয়া সম্ভব৷

রাজ্য সরকারের আইনজীবী অনির্বাণ রায় রিপোর্ট পেশের জন্য আগামী সোমবার পর্যন্ত সময় চাইলেও প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, এই ধরনের অভিযোগ খুবই গুরুত্বপূর্ণ৷ তাই আদালত এই মামলা দ্রুত শুনতে চায়৷ আগামী শুক্রবারের মধ্যে রিপোর্ট দিতে হবে৷ সেদিনই হবে পরবর্তী শুনানি৷

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version