Tuesday, January 13, 2026

কোভিডের উৎস কি চিন? কী বলছেন উহান পরীক্ষাগারের একমাত্র বিদেশি বিজ্ঞানী

Date:

Share post:

প্রায় দু বছর ধরে নভেল করোনাভাইরাস দাপট দেখাচ্ছে বিশ্বে। বহু গবেষক আগে দাবি করেছিলেন করোনাভাইরাসের উৎসস্থল উহানের ল্যাবরেটরি। এই ভাইরাসের সৃষ্টি প্রাকৃতিক পরিবেশে নয়। এবার এই বিষয়ে মুখ খুললেন উহান (Wuhan) ইনস্টিটিউট অফ ভাইরোলজি পরীক্ষাগারে কর্মরত, সর্বশেষ তথা একমাত্র বিদেশি বৈজ্ঞানিক।

‘বাদুড়-বাহিত ভাইরাস’ বিশেষজ্ঞ ৪২ বছর বয়সি ড্যানিয়েল। ড্যানিয়েলের দাবি, “অন্য যে কোনও সাধারণ পরীক্ষাগারে যেভাবে কাজ চলে, এখানেও কড়া নিরাপত্তায় সেই ভাবেই কাজ হয়। মানুষ অতিরঞ্জিত করে যা ভাবছেন, তা ঠিক নয়।” তিনি আরও জানিয়েছেন, এই পরীক্ষাগারে কাজ করে তিনি অসুস্থ হননি। যাঁরা অসুস্থতার দাবি করছেন, তাঁরা আগে থেকেই অসুস্থ ছিলেন।

ড্যানিয়েলের সাম্প্রতিকতম গবেষণা শেষ হয়েছিল ২০১৯ সালের নভেম্বর মাসে। তারপর থেকেই কোভিড সংক্রমণ শুরু হয়। প্রথমে চিনে, এবং পরে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে এই মারণ ভাইরাস করোনা। ড্যানিয়েল যেহেতু উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে কর্মরত স্বাভাবিকভাবে কোভিডের উৎস বিতর্কে তিনি জড়িয়েছেন। কিন্তু অপব্যাখ্যায় কান দিতে রাজি নয় এই গবেষক।

আরও পড়ুন-ত্রিপুরায় এখনও পর্যন্ত ৭৩টি গ্রাম পঞ্চায়েতে ১০০ শতাংশ টিকাকরণ সম্পূর্ণ

উল্লেখ্য গত মে মাসে ব্রিটিশ অধ্যাপক আঙ্গাস ডালগ্লেইস ও নরওয়ের বিজ্ঞানী বিরজার সোরেনসনের দাবি ছিল, নভেল করোনাভাইরাসে এমন কিছু চারিত্রিক দিক দেখা গিয়েছে, যা শুধুমাত্র ল্যাবেরেটরিতেই তৈরি করা সম্ভব। ডালগ্লেইস এবং সোরেনসেনের দাবি, রেট্রো ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে ভাইরাসটি তৈরি করা হয়েছে। শুধু তাই নয় ভাইরাসের চরিত্রও বদল করা হয়েছে। তাঁদের বক্তব্য, “উহানের যে ল্যাবরেটরিতে ভাইরাসটি তৈরি হয়েছিল, সেখানকার সমস্ত নথি নষ্ট করে দেওয়া হয়েছে। চিনের যে সমস্ত বিজ্ঞানীরা মুখ খুলতে চেয়েছেন তাঁদের মুখ বন্ধ করা হয়েছে।”

 

spot_img

Related articles

অন্যায়ভাবে নাম কাটলে রুখে দাঁড়ান: SIR নিয়ে নবান্নে তোপ মুখ্যমন্ত্রীর, নথি জমার রসিদ নেওয়ার পরামর্শ

অন্যায়ভাবে নাম বাদ! SIR প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) বিরুদ্ধে ফের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

উত্তরপ্রদেশে জ্যাকেটের ভিতর সাপ নিয়ে হাসপাতালে আক্রান্ত: রোগীকে চিকিৎসা ‘অস্বীকার’

কোন সাপ কামড়েছে, বোঝাতে জ্যাকেটের মধ্যে সাপ ভরে নিয়ে এলেন এক রিক্সাচালক। উত্তরপ্রদেশের মথুরায় (Mathura) মুহূর্তে চাঞ্চল্য শুরু...

শুধু অবৈধরাই তালিকার বাইরে, কে নিশ্চিত করবে: SIR হয়রানিতে কমিশনে প্রশ্ন একতা মঞ্চের

ভোটার তালিকা নিবিড় সংশোধনী নতুন কিছু নয়। কিন্তু নির্বাচন কমিশন এবার এসআইআর নিয়ে যেসব পথ অবলম্বন করছে এবং...

মদনমোহন মন্দিরে পুজো দিয়ে কোচবিহারের কর্মসূচি শুরু অভিষেকের

কোচবিহারে মদনমোহন মন্দিরে (Madanmohan Mandir) পুজো দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রতিবারই কোচবিহারে...