Wednesday, December 24, 2025

‘রাস্তায় বসে এমন ড্রোন বানানো যায় না’, জম্মু হামলায় পাকিস্তানকে দুষলেন সেনা অফিসার

Date:

Share post:

জম্মু বায়ু সেনা ঘাঁটিতে(Jammu airforce station) হামলার ঘটনায় সরাসরি পাকিস্তানকে(Pakistan) দায়ী করলেন ভারতীয় সেনার লেফটেন্যান্ট জেনারেল ডিপি পান্ডে। কাশ্মীরে(Kashmir) মোতায়েন ওই সেনা অফিসারের বুধবার বলেন, “রাস্তাঘাটে বসে এমন ড্রোন তৈরি করা যায় না। রাষ্ট্রীয় মদত এবং প্রযুক্তিগত সহায়তা ছাড়া যুদ্ধের উপযোগী ড্রোন বানানো লস্কর-ই-তৈবা বা জৈশ-ই-মহম্মদের মতো জঙ্গিগোষ্ঠীর পক্ষে সম্ভব নয়।” উল্লেখ্য, জম্মুতে ড্রোন হামলার ঘটনায় শুরু থেকেই পাক যোগ দেখছিল বিশেষজ্ঞ মহল। এবার সরাসরি পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তুললেন সেনা অফিসার।

বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, বোমাবাহী ড্রোন বানানো নয় সেগুলি নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সীমান্তের ওপারে থাকা ষড়যন্ত্রকারীদের। প্রসঙ্গত, শনিবার রাতে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুটি আইইডি বিস্ফোরণ হয় জম্মুর বায়ু সেনা ঘাঁটিতে। পাকিস্তান থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে অবস্থিত এই সেনা ঘাঁটি। ঘটনার জেরে আহত হন দুজন। ইতিমধ্যেই ওই হামলার ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সীমানা পেরিয়ে বোমাবাহী আধুনিক ড্রোনদু’টি এসেছিল জম্মুর আকাশে। কিন্তু কীভাবে নিরাপত্তা বলয় ওকে ড্রোন দুটি ঢুকে পড়ে তা নিয়ে প্রশ্ন উঠছে।

আরও পড়ুন:“ডক্টর’স ডে”: চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কুর্ণিশ মমতার

উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরেই ড্রোনের মাধ্যমে পাকিস্তান থেকে জম্মু কাশ্মীরে পাঠানো হচ্ছিল অস্ত্রশস্ত্র, মাদক এবং জাল টাকা। জম্মুতে ড্রোন হামলার ঘটনার পর বানিহাল থেকে এক যুকককে ৪ কিলোগ্রাম বিস্ফোরক-সহ গ্রেফতার করেছে পুলিশ। সে পাক জঙ্গিগোষ্ঠী লস্করের সদস্য বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে।

 

spot_img

Related articles

চলন্ত গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা ৩ আরোহীর

নিয়ন্ত্রণে হারিয়ে কন্টেনারে ধাক্কা! বুধবার দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেনারে ধাক্কা মারে এক চারচাকা গাড়ি (Car Accident)। আর তারপরেই...

প্রায় ৫ হাজার শিল্পীকে নিয়ে শুরু হচ্ছে বাংলা সঙ্গীত মেলা-লোকসংস্কৃতি উৎসব ২০২৫: ঘোষণা মন্ত্রী ইন্দ্রনীলের

প্রতিবারের মতো শীতের চাদর গায়ে জড়িয়ে শুরু হচ্ছে বাংলা সঙ্গীত মেলা। সঙ্গে লোকসংস্কৃতি উৎসব ২০২৫। বুধবার হল 'কার্টেন...

শান্তনুর ‘গুন্ডাবাহিনী’র বিরুদ্ধে মতুয়াদের মারধরের অভিযোগ মমতাবালার

স্পেশাল ইনটেনসিভ রিভিশনের আবহে সরগরম মতুয়াগড় ঠাকুরনগর। বুধবার শান্তনু ঠাকুর (Shantanu Thakur) ঘনিষ্ঠ 'বিজেপির গুন্ডা বাহিনী' দিয়ে মমতাবালা...

নাবালিকা ধর্ষণ-খুন ফের ডবল ইঞ্জিন ওড়িশায়: পথ অবরোধ করে বিক্ষোভ

ধর্ষণ খুনের মতো ঘটনা ওড়িশায় বিজেপির সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ক্রমশ বেড়ে চলেছে। এবার তেমনই নৃশংস ঘটনার...