Tuesday, November 11, 2025

দেরাদুনের খাদে উদ্ধার দুর্গাপুরের তরুণীর দগ্ধ দেহ, গ্রেফতার প্রেমিক

Date:

মায়ের শেষ বার কথা হয়েছিল গত ২৮ এপ্রিল। তারপর বার বার ফোন করেছেন পরিবারের লোকেরা, কিন্তু মেয়ের সঙ্গে আর কথা হয়নি। সেই সব ফোন ধরত মেয়ের ঘনিষ্ঠ বন্ধু, এক পরিচিত যুবক। অবশেষে উত্তরাখণ্ডের দেরাদুনের মুসৌরির পাহাড়ি খাদ থেকে উদ্ধার হল দুর্গাপুরের তরুণীর পোড়া কঙ্কাল!

পরিবার সূত্রে খবর, উচ্চ মাধ্যমিকের পর, দিল্লিতে চলে যান নিবেদিতা। একটি পার্লারে কাজ শুরু করেন। শেখেন রুশ ভাষা। সেখানেই আলাপ হয়, উত্তরপ্রদেশের সাহারানপুরের বাসিন্দা, অঙ্কিত নামে এক যুবকের সঙ্গে। সম্পর্ক গড়ায় প্রেমে। পরিজনরা জানিয়েছেন, গত বছর  অক্টোবরে দেরাদুনের একটি তথ্য প্রযুক্তি সংস্থায় দোভাষীর কাজ পান নিবেদিতা। সেখানে তিনি প্রেমিকের সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন।

উত্তরাখণ্ডের ওই শহরেই কনস্ট্রাকশনের ব‌্যবসা চালায় অঙ্কিত। আদতে তিনি উত্তরপ্রদেশের সাহরানপুরের ছেলে। দিদি অন্তরার কথায়, আলাপের পর দ্রুত নিবেদিতা ও অঙ্কিতের মধ্যে ঘনিষ্ঠতা হয়ে যায়। জানুয়ারি থেকে একত্রে বসবাস শুরু করেন তারা। অঙ্কিতের সঙ্গে একসঙ্গে থাকার কথা তার বাবা-মাকেও জানান নিবেদিতা। কিন্তু এপ্রিলের ২৮-এর পর তার সঙ্গে বর্ধমানের বাড়ির কেউ কথা বলে উঠতে পারেনি।

দেরাদুনের মেয়ের সঙ্গে মায়ের শেষ বার কথা হয়েছিল গত ২৮ এপ্রিল। তার পরে বার বার ফোন করা হয়েছে। সেই সব ফোন ধরত মেয়ের ঘনিষ্ঠ বন্ধু, এক পরিচিত যুবক। ফেসবুক, ফোন, মেসেঞ্জারে মেসেজ পাঠালে, তা সিন হত। কিন্তু, উত্তর মিলত না। কিছু একটা অঘটন যে ঘটেছে, ১৫ জুন নিবেদিতার জন্মদিনের পরেই তাঁর স্বজনেরা তার আঁচ পান। দিদি অন্তরা জানিয়েছেন, জন্মদিনে এক তুতো বোনের প্রোফাইল থেকে নিবেদিতাকে ম্যাসেজ করেছিলেন তিনি। এরপর সেই বোনকে সরাসরি ফোন করে অঙ্কিত। সে জানায়, ছাদ থেকে পড়ে মারা গিয়েছেন নিবেদিতা!

আর দেরি করেননি, সড়কপথে দেরাদুনে পৌঁছন নিবেদিতার পরিবার। তার পরেই পুলিশের সাহায্যে রহস্যভেদ। ২৫ বছরের তরুণীকে খুন করে দেহ জ্বালিয়ে মুসৌরির কাছে কিমারির পাহাড়ি খাদে ফেলে দেওয়া হয় বলে জানতে পেরেছে উত্তরাখণ্ডের পুলিশ। খুনের অভিযোগে সেই বন্ধু অঙ্কিত চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত অঙ্কিতের বন্ধু ও বাবাকেও আটক করেছে পুলিশ।

আরও পড়ুন- নতুন ৮ টি থানা পাচ্ছে বারাকপুর পুলিশ কমিশনারেট, লাগাতার অশান্তির জেরে বিশেষ নজর ভাটপাড়া, জগদ্দলে

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version