Tuesday, May 6, 2025

উত্তর দিনাজপুর ও লাগোয়া এলাকা থেকে কাজের টোপ দিয়ে ভিনরাজ্যে নিয়ে যাওয়ার সময়ে ৪০ জন নাবালককে উদ্ধার করল উত্তরপ্রদেশ পুলিশ। উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশন রেল সূত্রের খবর, উত্তরপ্রদেশের মোরাদাবাদ স্টেশনে আরপিএফ এবং রেলকর্মীদের সহায়তায় ওই নাবালকদের উদ্ধার করেছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। উদ্ধার হওয়া নাবালকদের সঙ্গে থাকা ৪৪ জন ব্যক্তিকে আটক করেছে আরপিএফ। তাঁদের মধ্যে নাবালকদের কয়েকজনের অভিভাবক রয়েছেন বলে রেলের দাবি। তাঁদের জেরা করছে আরপিএফ।

উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার নিউ জলপাইগুড়ি থেকে রওনা হওয়া কর্মভূমি এক্সপ্রেসে ওই নাবালকদের হদিস মেলে। ওই কর্মভূমি এক্সপ্রেস এনজেপি স্টেশন ছেড়ে লুধিয়ানা হয়ে অমৃতসর অবধি যায়। লুধিয়ানার কোনও কারখানায় নাবালকদের কাজে লাগানোর জন্য ওই নাবালকদের নিয়ে যাওয়া হচ্ছিল বলে অনুমান। স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে রেলরত্রী বাহিনী ও রেলের অফিসারদের বিষয়টি জানিয়ে মোরাদাবাদ স্টেশনে ওই নাবালকদের জেরা শুরু হয়। কথাবার্তায় অসঙ্গতি দেখে রেলরত্রী বাহিনী নাবালকদের উদ্ধার করে। একইসঙ্গে নাবালকদের যাঁরা নিয়ে যাচ্ছিলেন বলে দাবি করেছেন, সেই ৪৪ জনকে আরপিএফ আটক করে।

রাতে এই খবর ছড়িয়ে পড়ে উত্তর দিনাজপুরের নানা এলাকায়। কারণ, উদ্ধার হওয়া নাবালকদের মধ্যে উত্তর দিনাজপুরের রামগঞ্জের সামুউল্লা, মুসারফ আলি, ইটাহারের লতিফুর শেখ, হেমতাবাদের জুলফিকার আলম ও রাজা আলি, কালিয়াগঞ্জের দীপক দাস, রায়গঞ্জের মহম্মদ অসুম ও মহম্মদ নাসিমের নাম রেলের কাটিহার ডিভিশন থেকে জানা গিয়েছে। ফলে, বাড়ির লোকজন উদ্বিগ্ন হয়ে স্থানীয় থানায় যোগাযোগ শুরু করেছেন। ওই নাবালকদের সত্যিই কাজের টোপ দিয়ে পাচার করা হচ্ছিল নাকি অভিভাবকরা কাজ করতে যাওয়ার সময়ে ছেলেদের নিয়ে যাচ্ছিলেন তা তদন্তকারীরা খতিয়ে দেখছেন।

আরও পড়ুন- ‘দাবাং’ মহিলা পুলিশদের নাচের ভিডিও শেয়ার করলেন সায়নী

 

Related articles

আগামী দু-সপ্তাহ ভাঙা যাবে না এলগিন রোডের তিনটি ছাদ রেস্তরাঁ! পুরসভাকে নির্দেশ হাইকোর্টের

ম্যাগমা হাউসের পর এবার এলগিন রোডের তিনটি জনপ্রিয় ছাদ রেস্তরাঁ— ‘ড্রাঙ্কেন টেডি’, ‘রোমানিয়া’ ও ‘স্ক্র্যাপ ইয়ার্ড’-এর ভাঙার উপর...

বাংলার বাড়ি প্রকল্পে বড় পদক্ষেপ, মে মাসেই দ্বিতীয় কিস্তি পাচ্ছেন ১২ লক্ষ উপভোক্তা

রাজ্য সরকারের ‘বাংলার বাড়ি’ প্রকল্পে আসছে উল্লেখযোগ্য অগ্রগতি। চলতি মে মাসেই এই প্রকল্পের ১২ লক্ষ উপভোক্তার হাতে পৌঁছে...

ধোনিকে নিয়ে চিন্তিত নয় নাইট শিবির, ব্যাটারদের নিয়ে আত্মবিশ্বাসী পন্ডিত

আইপিএলের(IPL) প্লেঅফের(Play Off) আশা জিইয়ে রাখতে হলে শেষ তিনটি ম্যাচেই জিততে হবে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। সেখানেই বুধবার চেন্নাই...

শবরীমালায় যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, পায়ে হেঁটে ওঠার সম্ভাবনা

ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে কেরালার শবরীমালা মন্দির (Sabarimala temple) পরিদর্শনে যাচ্ছেন দ্রোপদী মুর্মু (Draupadi Murmu)। রাষ্ট্রপতির এই সফর...
Exit mobile version