Monday, August 25, 2025

উত্তরবঙ্গের ৪০ নাবালক উদ্ধার উত্তরপ্রদেশে, আটক অভিযুক্তরা

Date:

উত্তর দিনাজপুর ও লাগোয়া এলাকা থেকে কাজের টোপ দিয়ে ভিনরাজ্যে নিয়ে যাওয়ার সময়ে ৪০ জন নাবালককে উদ্ধার করল উত্তরপ্রদেশ পুলিশ। উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশন রেল সূত্রের খবর, উত্তরপ্রদেশের মোরাদাবাদ স্টেশনে আরপিএফ এবং রেলকর্মীদের সহায়তায় ওই নাবালকদের উদ্ধার করেছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। উদ্ধার হওয়া নাবালকদের সঙ্গে থাকা ৪৪ জন ব্যক্তিকে আটক করেছে আরপিএফ। তাঁদের মধ্যে নাবালকদের কয়েকজনের অভিভাবক রয়েছেন বলে রেলের দাবি। তাঁদের জেরা করছে আরপিএফ।

উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার নিউ জলপাইগুড়ি থেকে রওনা হওয়া কর্মভূমি এক্সপ্রেসে ওই নাবালকদের হদিস মেলে। ওই কর্মভূমি এক্সপ্রেস এনজেপি স্টেশন ছেড়ে লুধিয়ানা হয়ে অমৃতসর অবধি যায়। লুধিয়ানার কোনও কারখানায় নাবালকদের কাজে লাগানোর জন্য ওই নাবালকদের নিয়ে যাওয়া হচ্ছিল বলে অনুমান। স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে রেলরত্রী বাহিনী ও রেলের অফিসারদের বিষয়টি জানিয়ে মোরাদাবাদ স্টেশনে ওই নাবালকদের জেরা শুরু হয়। কথাবার্তায় অসঙ্গতি দেখে রেলরত্রী বাহিনী নাবালকদের উদ্ধার করে। একইসঙ্গে নাবালকদের যাঁরা নিয়ে যাচ্ছিলেন বলে দাবি করেছেন, সেই ৪৪ জনকে আরপিএফ আটক করে।

রাতে এই খবর ছড়িয়ে পড়ে উত্তর দিনাজপুরের নানা এলাকায়। কারণ, উদ্ধার হওয়া নাবালকদের মধ্যে উত্তর দিনাজপুরের রামগঞ্জের সামুউল্লা, মুসারফ আলি, ইটাহারের লতিফুর শেখ, হেমতাবাদের জুলফিকার আলম ও রাজা আলি, কালিয়াগঞ্জের দীপক দাস, রায়গঞ্জের মহম্মদ অসুম ও মহম্মদ নাসিমের নাম রেলের কাটিহার ডিভিশন থেকে জানা গিয়েছে। ফলে, বাড়ির লোকজন উদ্বিগ্ন হয়ে স্থানীয় থানায় যোগাযোগ শুরু করেছেন। ওই নাবালকদের সত্যিই কাজের টোপ দিয়ে পাচার করা হচ্ছিল নাকি অভিভাবকরা কাজ করতে যাওয়ার সময়ে ছেলেদের নিয়ে যাচ্ছিলেন তা তদন্তকারীরা খতিয়ে দেখছেন।

আরও পড়ুন- ‘দাবাং’ মহিলা পুলিশদের নাচের ভিডিও শেয়ার করলেন সায়নী

 

Related articles

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...
Exit mobile version