তৃতীয় ঢেউ নিয়ে উদ্বেগের মাঝেই করোনা সামলাতে মন্ত্রীদের ‘গুরুদায়িত্ব’ মোদির

করোনার তৃতীয় ঢেউ সামলাতে(third wave) ইতিমধ্যেই দেশের ১৫ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি পাঠিয়েছে কেন্দ্র(Central)। এই আবহেই বুধবার মন্ত্রিসভার বৈঠকে করোনা(coronavirus) নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। একাধিক ইস্যুতে আলোচনার পাশাপাশি, প্রধানমন্ত্রী(Prime Minister) কেন্দ্রীয় মন্ত্রীদের নির্দেশ দেন তারা যাতে সাধারণ মানুষকে টিকাকরণের জন্য এগিয়ে আসতে জন্য অনুপ্রাণিত করেন।

আরও পড়ুন:মেসির সঙ্গে চুক্তি হল না বার্সেলোনার, বার্সায় মেসি যুগের অবসান? জল্পনা তুঙ্গে

বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রকের রিপোর্ট কার্ড নিয়ে আলোচনার কথা থাকলেও এই বৈঠকে প্রাধান্য পায় করোনা পরিস্থিতি। দীর্ঘ পাঁচ ঘণ্টা ধরে চলা মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীদের পাশাপাশি উপস্থিত ছিলেন নীতি আয়োগ এর সদস্য ভিকে পাল। বৈঠকে করোনা নিয়ে একটি প্রেজেন্টেশন পেশ করেন তিনি। এরপর সংশ্লিষ্ট মন্ত্রককে প্রধানমন্ত্রী নির্দেশ দেন টিকাকরণের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। পাশাপাশি মন্ত্রীদের বলেন, মানুষকে বুঝিয়ে টিকা নিতে অনুপ্রাণিত করার জন্য। বৈঠকে প্রধানমন্ত্রী স্পষ্ট ভাবে বুঝিয়ে দিয়েছেন করোনার বিরুদ্ধে লড়াইয়ে একমাত্র হাতিয়ার টিকা। পাশাপাশি করোনা পরবর্তী সময় কিভাবে অর্থনীতিকে চাঙ্গা করা যায় তা নিয়ে মন্ত্রীদের ভাবনাও জানতে চান তিনি। এছাড়াও যেসকল কেন্দ্রীয় প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কাজ শুরু হয়েছে তা যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয় তা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রীদের।

 

Previous articleমেসির সঙ্গে চুক্তি হল না বার্সেলোনার, বার্সায় মেসি যুগের অবসান? জল্পনা তুঙ্গে
Next articleবিনা প্রতিদ্বন্দ্বিতায় বিধানসভার ডেপুটি স্পিকার হতে চলেছেন আশিস বন্দ্যোপাধ্যায়