মেসির সঙ্গে চুক্তি হল না বার্সেলোনার, বার্সায় মেসি যুগের অবসান? জল্পনা তুঙ্গে

মেসির(Messi) সঙ্গে চুক্তি হল না বার্সেলোনার( Barcelona )। গত ৩০ জুন পর্যন্ত মেসির সঙ্গে চুক্তির মেয়াদ ছিল বার্সেলোনার। মনে করা হয়েছিল যে এই ৩০ জুনের মধ‍্যে নতুন করে বার্সেলোনা পক্ষ থেকে চুক্তি করা হবে আর্জেন্তাইন তারকার সঙ্গে। কিন্তু তা কিছুই হল না। এর ফলে অন্য কোনও ক্লাবে খেলার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না মেসির।

মনে করা হচ্ছিল ৩০ জুনের মধ‍্যে নতুন করে চুক্তিপত্রে সই করান হবে মেসিকে। কিন্তু তা হল না। এর ফলে কোনও ক্লাবে খেলার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না তাঁর। তিনি এখন মুক্ত। তবে বার্সেলোনা কর্তৃপক্ষ এখনও আশাবাদী, মেসিকে ধরে রাখতে পালবে তারা। নতুন করে মেসিকে সই করিয়ে নিতে আশাবাদী বার্সা কর্তারা। কিন্তু তাতে বেশ কয়েকটি অসুবিধে আছে। মেসি যে পরিমাণ টাকা চাইছেন, সেটা বার্সা চাইলেও দিতে পারবে না। এরফলে অনেকেই মনে করছেন বার্সেলোনায় মেসির যুগের অবসান হতে চলেছে।

আরও পড়ুন:সিরিজ হার ভারতের, ইংল‍্যান্ডের কাছে পাঁচ উইকেটে হারল মিতালিরা

 

Previous articleভয়াবহ দুর্ঘটনা রেড রোডে, ফোর্ট উইলিয়ামের পাঁচিল ভেঙে ঢুকল মিনিবাস
Next articleতৃতীয় ঢেউ নিয়ে উদ্বেগের মাঝেই করোনা সামলাতে মন্ত্রীদের ‘গুরুদায়িত্ব’ মোদির