Saturday, August 23, 2025

তৃতীয় ঢেউ নিয়ে উদ্বেগের মাঝেই করোনা সামলাতে মন্ত্রীদের ‘গুরুদায়িত্ব’ মোদির

Date:

করোনার তৃতীয় ঢেউ সামলাতে(third wave) ইতিমধ্যেই দেশের ১৫ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি পাঠিয়েছে কেন্দ্র(Central)। এই আবহেই বুধবার মন্ত্রিসভার বৈঠকে করোনা(coronavirus) নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। একাধিক ইস্যুতে আলোচনার পাশাপাশি, প্রধানমন্ত্রী(Prime Minister) কেন্দ্রীয় মন্ত্রীদের নির্দেশ দেন তারা যাতে সাধারণ মানুষকে টিকাকরণের জন্য এগিয়ে আসতে জন্য অনুপ্রাণিত করেন।

আরও পড়ুন:মেসির সঙ্গে চুক্তি হল না বার্সেলোনার, বার্সায় মেসি যুগের অবসান? জল্পনা তুঙ্গে

বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রকের রিপোর্ট কার্ড নিয়ে আলোচনার কথা থাকলেও এই বৈঠকে প্রাধান্য পায় করোনা পরিস্থিতি। দীর্ঘ পাঁচ ঘণ্টা ধরে চলা মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীদের পাশাপাশি উপস্থিত ছিলেন নীতি আয়োগ এর সদস্য ভিকে পাল। বৈঠকে করোনা নিয়ে একটি প্রেজেন্টেশন পেশ করেন তিনি। এরপর সংশ্লিষ্ট মন্ত্রককে প্রধানমন্ত্রী নির্দেশ দেন টিকাকরণের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। পাশাপাশি মন্ত্রীদের বলেন, মানুষকে বুঝিয়ে টিকা নিতে অনুপ্রাণিত করার জন্য। বৈঠকে প্রধানমন্ত্রী স্পষ্ট ভাবে বুঝিয়ে দিয়েছেন করোনার বিরুদ্ধে লড়াইয়ে একমাত্র হাতিয়ার টিকা। পাশাপাশি করোনা পরবর্তী সময় কিভাবে অর্থনীতিকে চাঙ্গা করা যায় তা নিয়ে মন্ত্রীদের ভাবনাও জানতে চান তিনি। এছাড়াও যেসকল কেন্দ্রীয় প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কাজ শুরু হয়েছে তা যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয় তা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রীদের।

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version