আগামিকাল, ২ জুলাই থেকে শুরু হতে চলেছে নতুন বিধানসভার প্রথম অধিবেশন (West Bengal Assembly Seetion)। তার আগে আজ, বৃহস্পতিবার ফের দিল্লি গেলেন রাজ্যের বিরোধী দলনেতা (Leader of Opposition) শুভেন্দু অধিকারী (Subhendu Adhikary)। অসমর্থিত সূত্রের খবর, দিল্লিতে (Delhi) গিয়ে বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (J P Nadda) এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Sah) সঙ্গে জরুরি বৈঠক করবেন শুভেন্দু।
আরও পড়ুন-নন্দীগ্রামের গণনায় কোনও গরমিল হয়নি, পাল্টা দাবি শুভেন্দুর
মনে করা হচ্ছে, ভোট পরবর্তী হিংসার অভিযোগে শুরু থেকেই সরব রাজ্য বিজেপি। এ বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট থেকে শুরু করে ভুয়ো ভ্যাকসিন ও IAS কাণ্ডকে বিধানসভার ফ্লোরে নিয়ে এসে শাসক দলের উপর চাপ বাড়ানোর কৌশল ঠিক করতেই শাহ-নাড্ডাদের শরণাপন্ন হয়েছেন শুভেন্দু। একইসঙ্গে রাজ্য-রাজ্যপাল সংঘাত নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার টোটকাও দলের দুই শীর্ষ নেতার থেকে নিয়ে পারেন শুভেন্দু।