Friday, August 29, 2025

শাহ-নাড্ডাদের জরুরি তলবে বিধানসভা অধিবেশনের আগেই ফের দিল্লিতে শুভেন্দু

Date:

আগামিকাল, ২ জুলাই থেকে শুরু হতে চলেছে নতুন বিধানসভার প্রথম অধিবেশন (West Bengal Assembly Seetion)। তার আগে আজ, বৃহস্পতিবার ফের দিল্লি গেলেন রাজ্যের বিরোধী দলনেতা (Leader of Opposition) শুভেন্দু অধিকারী (Subhendu Adhikary)। অসমর্থিত সূত্রের খবর, দিল্লিতে (Delhi) গিয়ে বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (J P Nadda) এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Sah) সঙ্গে জরুরি বৈঠক করবেন শুভেন্দু।

বিধানসভা অধিবেশনের ঠিক আগেরদিন-ই শুভেন্দুর হঠাৎ দিল্লি সফরকে ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একটা অংশ মনে করছেন, বিরোধী দলনেতা হিসেবে আগামিদিনে তাঁর ভূমিকা কী হবে, তা নিয়ে আলোচনা করতেই শুভেন্দুর এই দিল্লি সফর। ২১৩ বনাম ৭৫, ঠিক সেই পরিস্থিতিতে বিধানসভার নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু-সহ বিরোধী বিজেপি বিধায়করা কতটা আক্রমণাত্মক ভূমিকা নেবেন, তা জানতেই শাহ-নাড্ডাদের কাছ থেকে তালিম নিতে রাজধানী গিয়েছেন বিরোধী দলনেতা।

আরও পড়ুন-নন্দীগ্রামের গণনায় কোনও গরমিল হয়নি, পাল্টা দাবি শুভেন্দুর

মনে করা হচ্ছে, ভোট পরবর্তী হিংসার অভিযোগে শুরু থেকেই সরব রাজ্য বিজেপি। এ বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট থেকে শুরু করে ভুয়ো ভ্যাকসিন ও IAS কাণ্ডকে বিধানসভার ফ্লোরে নিয়ে এসে শাসক দলের উপর চাপ বাড়ানোর কৌশল ঠিক করতেই শাহ-নাড্ডাদের শরণাপন্ন হয়েছেন শুভেন্দু। একইসঙ্গে রাজ্য-রাজ্যপাল সংঘাত নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার টোটকাও দলের দুই শীর্ষ নেতার থেকে নিয়ে পারেন শুভেন্দু।

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version