নন্দীগ্রামের গণনায় কোনও গরমিল হয়নি, পাল্টা দাবি শুভেন্দুর

নন্দীগ্রামের (Nandigram) ভোট গণনায় কোনও গরমিল হয়নি বলে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর অভিযোগ, কলকাতা হাইকোর্টে যে মামলা দায়ের হয়েছে তাকে প্রভাবিত করতেই এবিষয়ে অপপ্রচার চালানো হচ্ছে। নন্দীগ্রামের রেয়াপাড়ার এস এন রায় স্কুলের বুথের ভোটে গরমিল হওয়ার তথ্য সামনে আসতেই তাকে ভুয়ো খবর বলে উল্লেখ করেন তিনি। তাঁর বক্তব্য, নন্দীগ্রামের ফলাফল নিয়ে সন্দেহের অবকাশ নেই। উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চলছে।

আরও পড়ুন : বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিধানসভার ডেপুটি স্পিকার হতে চলেছেন আশিস বন্দ্যোপাধ্যায়

প্রসঙ্গত, ২ মে ফল ঘোষণার দিন সকাল থেকেই টানটান উত্তেজনা ছিল নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র নিয়ে । শুরুতে কিছুটা এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তবে সন্ধেয় সংবাদসংস্থা এএনআই জানায়, নন্দীগ্রামে ১২০০ ভোটে জিতে গিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর কয়েক ঘণ্টার মধ্যেই আবার রিটার্নিং অফিসার ঘোষণা করেন, মমতাকে ১৯৫৬ ভোটে হারিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। এরপরই ভোট গণনায় গরমিলের অভিযোগে সরব হন খোদ তৃণমূল নেত্রী। ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

Previous articleবিনা প্রতিদ্বন্দ্বিতায় বিধানসভার ডেপুটি স্পিকার হতে চলেছেন আশিস বন্দ্যোপাধ্যায়
Next articleচোটের কারণে ৮ সপ্তাহ মাঠের বাইরে শুভমন গিল