Friday, January 30, 2026

আজ ফের গড়াবে বাসের চাকা, কোন রুটে কত বাস জানেন?

Date:

Share post:

আজ ফের রাস্তায় নামছে সরকারি-বেসরকারি বাস। চলবে অটো ট্যাক্সি, ক্যাবও। তবে ভাড়া সমস্যা এখনও মেটেনি। তাই পুরনো ভাড়ায় কতগুলি বেসরকারি বাস রাস্তায় নামবে, তা বলা সম্ভব হচ্ছে না। যদিও সব সরকারি বাস রাস্তায় নামবে বলে আশ্বস্ত করেছে পরিবহণ দফতর । কিন্তু বেসরকারি বাস না নামলে সমস্যায় পড়বেন অফিসযাত্রীরা।

বাস মালিকরা পুরনোভাড়ায় রাস্তায় বাস নামাতে অপারগ বলে জানিয়ে দিয়েছে আগেই। পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট জানিয়েছে, জ্বালানির দাম যে জায়গায় গিয়ে পৌঁছেছে তাতে ৫০% যাত্রী নিয়ে পুরনো ভাড়ায় বাস চালানো সম্ভব নয়।
তাই ভাড়া নিয়ে এই টানাপোড়েনে আদৌ কত সংখ্যক বেসরকারি বাস রাস্তায় নামবে, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।

পরিবহণমন্ত্রী জানিয়েছেন , রাজ্যজুড়ে বৃহস্পতিবার মোট ৩ হাজার সরকারি বাস রাস্তায় নামবে। শুধুমাত্র কলকাতায় চলবে ৮০০ বাস। পরিবহনমন্ত্রী যাই বলুন না কেন , আজ সরকারি অফিস ছুটি থাকায় সেভাবে দুর্ভোগটা হয়তো চোখে পড়বে না । কিন্তু শুক্রবার ২ জুলাই সরকারি-বেসরকারি সব অফিস খোলা থাকবে। ফলে সেদিন বাস যাত্রীদের দুর্ভোগ চরমে উঠবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।
ওয়েস্ট বেঙ্গল বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ নারায়ণ বসু বলেন, সরকার নিশ্চয়ই বাস মালিকদের কথা ভেবেই একটা সিদ্ধান্ত নেবে। পুরনো ভাড়ায় বাস চালানো অসম্ভব।

বুধবার নবান্নে তিন নিগমের এমডি-সহ আধিকারিকদের নিয়ে বৈঠক করেন পরিবহণ সচিব। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, রাজ্য পরিবহণ নিগম ৮০০টি বাস চালাবে। চাহিদা বাড়লে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে। আগামী দিনে যাত্রী চাহিদা বাড়লে বাসের সংখ্যা ৮০০ থেকে বাড়িয়ে ১১০০ করা হবে।
কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, ব্যারাকপুর, নৈহাটি, বনগাঁ, বারাসত, হাবরা, রাণাঘাট রুটেই আপাতত বেশি বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম বাস ৭৫০টি বাস চালাবে বলে জানানো হয়েছে। বর্ধমান, মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুর জেলায় বাস চালাবে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম।

কলকাতা-শিলিগুড়ি, শিলিগুড়ি-কোচবিহার, মালদহ-আলিপুরদুয়ার রুটে ৫০০ বাস চালাবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম।

তবে ট্রেন বন্ধ থাকায় হাওড়া-শিয়ালদহের যাত্রী চাপটা কম থাকবে। ভিড় হবে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শহরে আসা বাসগুলিতে। কলকাতায় প্রায় ৭ হাজার বেসরকারি বাস চলে। আজ সংখ্যাটা কত দাঁড়ায় সেটাই দেখার।

spot_img

Related articles

রাজ্য পুলিশের নতুন ডিজি পীযূষ পাণ্ডে, রাজ্যজুড়ে পুলিশ আধিকারিকদের ব্যাপক রদবদল

নির্বাচনের আগে রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ সব পদে রদবদলের ঘোষণা হল শুক্রবার। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের অবসরগ্রহণের আগেই...

মাধ্যমিকের আগে অ্যাডমিট বিভ্রাট: কড়া পদক্ষেপ হাইকোর্টের

মাধ্যমিক পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড নিয়ে বিভ্রাট নতুন নয়। এবছরও তার ব্যতিক্রম হল না। ফের একবার কলকাতা হাই...

রাজ্যের ঘরোয়া উৎপাদন বাড়ল: সংসদে তথ্য পেশ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের

২০২৪-২৫ অর্থবর্ষে বর্তমান মূল্যে পশ্চিমবঙ্গের নেট রাজ্য ঘরোয়া উৎপাদন - এনএসডিপি ৯.৮৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬.৩২ লক্ষ কোটি...

আনন্দপুর-অগ্নিকাণ্ডে BJP-র দ্বিচারিতা: মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য মোদির, শুভেন্দু রাজ্যের কাছে চান ৫০ লাখ!

বিধানসভা নির্বাচনের আগে হওয়া গরম করতে বিজেপি নেতা ঘটনাস্থলে দাঁড়িয়ে মৃতদের পরিবার পিছু ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ...