Wednesday, January 14, 2026

কবে ফের চালু হবে মেল ও এক্সপ্রেস ট্রেন পরিষেবা, কী জানালো পূর্ব রেল?

Date:

Share post:

করোনার দ্বিতীয় ঢেউয়ের দৌলতে বেশ কিছুদিন ধরে বন্ধ মেল ও এক্সপ্রেস ট্রেন পরিষেবা। কিন্তু কবে চালু হবে এই মেল ও এক্সপ্রেস ট্রেন? আগামী সপ্তাহের মধ্যেই সব বন্ধ থাকা মেল ও এক্সপ্রেস ট্রেন চালুর নির্দেশ দিলেন পূর্ব রেলের জিএম মনোজ যোশি। পূর্ব রেলের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পরে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। মনোজ যোশি জানিয়েছেন, হাওড়া থেকে মুম্বই এবং মালদা থেকে দিল্লি প্রচুর যাত্রীর ট্রেনের চাহিদা রয়েছে। যাত্রীরা বারবার দাবি করেছেন, যে সব দূরপাল্লার ট্রেন বন্ধ রয়েছে সেগুলি দ্রুত চালানোর ব্যবস্থা করুক রেল । আগামী সপ্তাহ থেকেই সেই সব বন্ধ থাকা মেল ও এক্সপ্রেস ট্রেন চালানো শুরু করবে পূর্ব রেল।

তবে বাংলাদেশ-ভারতের মধ্যে চলা মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস কবে থেকে চালু হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্র সরকার। বিদেশমন্ত্রক থেকে এই ট্রেন চালানোর নির্দেশ পেলেই দুটি ট্রেন চালানো শুরু করবে পূর্ব রেল বলে জানানো হয়েছে।
মনোজ যোশি আরও জানিয়েছেন, মেল ও এক্সপ্রেস ট্রেন মিলিয়ে মোট ১৮ টি ট্রেন আগামী বুধবার থেকে ফের চালু হয়ে যাবে। তবে লোকাল ট্রেন কবে চালু হবে সেই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত জানায়নি পূর্ব রেল। যদিও রাজ্য সরকারকে তিনবার চিঠি দিয়ে পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, রাজ্য সবুজ সঙ্কেত দিলেই লোকাল ট্রেন চালাতে প্রস্তুত তারা।

এদিন আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। করোনায় যেসব রেলকর্মীর মৃত্যু হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি পরিবারের একজন সদস্যকে দ্রুত চাকরি দেওয়ার ব্যবস্থা করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
রেলের নিয়ম অনুযায়ী মৃত্যুর এক মাসের মধ্যে এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার কথা। কিন্তু সেই প্রক্রিয়ায় দেরি হচ্ছে বলে অভিযোগ ওঠায় পূর্ব রেলের জিএম সেই প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন।

যদিও এর আগে পূর্ব রেল জানিয়েছিল, ১ জুলাই থেকে ১২ অগাস্ট পর্যন্ত চলবে না স্পেশাল ছাড়া আর কোনও ট্রেন। এই সময়ের মধ্যে যাঁরা ট্রেনের টিকিট কেটেছিলেন, তাঁদের পুরো টাকা ফেরত দেওয়া হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছিল।এই সময়ে চলবে শুধু ২৩০টি স্পেশাল ট্রেন। তবে রেলের নতুন নির্দেশে আগামী সপ্তাহ থেকেই মেল ও এক্সপ্রেস ট্রেন পরিষেবা চালু হয়ে যাচ্ছে।

spot_img

Related articles

জানুয়ারির শেষেই শুরু একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের কাউন্সেলিং!

চলতি মাসে শেষেই শুরু হবে একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং। মেধাতালিকার ভিত্তিতে এই কাউন্সেলিং পর্বেই শিক্ষকরা বাছতে পারবেন স্কুলও...

জুনিয়র মিস ইন্ডিয়ার মুকুট বাংলার মেয়ের মাথায়!

জুনিয়র মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় (Junior Miss India Competition) একাধিক বিভাগে সাফল্য এনে আবারও দেশের দরবারে বাংলার মুখ উজ্জ্বল...

আদালতে জোর ধাক্কা শুভেন্দুদের! মিলল না নবান্নের সামনে ধর্না কর্মসূচির অনুমতি

ফের কলকাতা হাই কোর্টে (Caltutta High Court) জোর ধাক্কা খেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবার,...

পাঁচ বছর পর শীর্ষে কোহলি, টপকে গেলেন রোহিতকে

টি২০ আন্তজার্তিক এবং টেস্ট থেকে অবসর নিলেও বিরাট কোহলি ( Virat Kohli )চুটিয়ে খেলছেন একদিনের ক্রিকেট।পাঁচ বছর আবার...