Monday, December 1, 2025

নারদ অভিযুক্তের সঙ্গে তুষার মেহতার বৈঠক কেন? গর্জে উঠলেন কুণাল

Date:

Share post:

নারদ মামলায়(Narada case) ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়দের গ্রেফতারের ঘটনার পর প্রশ্ন ওঠে এফআইআর-এ নাম থাকা সত্ত্বেও শুভেন্দু অধিকারীকে(Suvendu Adhikari) কেন গ্রেফতার করা হচ্ছে না। ওই ঘটনায় নারদ কান্ডে কেন্দ্রীয় এজেন্সির ওপর বিজেপির প্রভাব খাটানোর অভিযোগ বারবার তুলেছে তৃণমূল। এহেন পরিস্থিতির মাঝেই এবার নারদ মামলায় সিবিআইয়ের আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহেতার(Tushar Mehta) সঙ্গে বৈঠক করলেন নারদ অভিযুক্ত শুভেন্দু অধিকারী। ঘটনাটি প্রকাশ্যে আসার পর টুইটারে সরব হয়ে উঠলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh)। নাম না করে শুভেন্দুর দিকে অভিযোগের আঙুল তুলে তিনি লিখলেন, ‘বিজেপি মধ্যস্থতা করে বাঁচাচ্ছে? অবিলম্বে অভিযুক্তের গ্রেফতার চাই।’

নারদ মামলার আইনজীবী তুষার মেহতার সঙ্গে নারদ মামলায় অভিযুক্ত শুভেন্দু অধিকারীর সাক্ষাতের ঘটনার পর বৃহস্পতিবার টুইটারে রীতিমতো গর্জে ওঠেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। টুইটে তিনি লেখেন, “নারদ কেলেঙ্কারির এফআইআর-এ নাম থাকা অভিযুক্ত ব্যক্তি সিবিআইয়ের আইনজীবী (SG) তুষার মেহতার সঙ্গে বৈঠক করলেন কেন? বিজেপি মধ্যস্থতা করে বাঁচাচ্ছে? অবিলম্বে সেই অভিযুক্তের গ্রেপ্তার চাই।” তবে এই টুইটে কারও নাম নেওয়া না হলেও বুঝতে অসুবিধা হয় না অভিযোগের আঙুল সরাসরি শুভেন্দু দিকেই তুলেছেন কুণাল ঘোষ।

পাশাপাশি এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কুনাল ঘোষ বলেন, “শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন, এরপর নারদ মামলায় সিবিআইয়ের (CBI) আইনজীবী তুষার মেহতার সঙ্গে বৈঠক করতে গেলেন। বিরোধী দলনেতার সঙ্গে সলিসিটর জেনারেলের কী সম্পর্ক থাকতে পারে? এটা স্পষ্ট যে নিজের গ্রেফতারি এড়াবার জন্য কী কী কৌশল হতে পারে বিজেপি তা মধ্যস্থতা করে সাজিয়ে দিচ্ছে। আইনের কী কী ফাঁক তৈরি করা যায় সেই জন্য শুভেন্দু অধিকারী সলিসিটর জেনারেলের সঙ্গে বৈঠক করলেন কিনা, এটা সবথেকে বড় প্রশ্ন। নারদ মামলার এফআইআর-এ যাঁর নাম রয়েছে, যিনি বিজেপিতে যোগ দিয়েছেন গ্রেফতারি এড়াবার জন্য তিনি সিবিআইয়ের আইনজীবীর সঙ্গে বৈঠক করছেন এটা কোন দেশী আইনি নিরপেক্ষতা চলছে? তুষার মেহতার সঙ্গে কেন এই সময় একজন এফআইআর নেমড বৈঠক করলেন? এই তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবেই। বাকিদের হ্যারাস করা হলেও শুভেন্দু অধিকারীকে কীভাবে আইনের ফাঁক দিয়ে বাঁচিয়ে আনা যায় তার চেষ্টা হচ্ছে কি না সেই ব্যাপারেই আমি প্রশ্ন তুলেছি।”

 

spot_img

Related articles

অতি সঙ্কটজনক খালেদা জিয়া! দ্রুত আরোগ্য কামনায় দোয়া BNP-র

“বেগম জিয়া এখনও খুব গভীর সংকটের মধ্যে গুরুতর অসুস্থ, তবে গতকাল বা গত পরশু যে অবস্থায় ছিলেন, আজও...

সোনালি ও সন্তানকে ফেরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের, বাংলাদেশে জামিন ৬ জনের

জুন পেরিয়ে জুলাই। জুলাই থেকে একে একে পেরিয়ে গেল নভেম্বরও। আজও দেশে ফিরতে পারলেন না বেআইনিভাবে বাংলাদেশের পাঠিয়ে...

শক্তি খুইয়ে দিতওয়াহ এবার গভীর নিম্নচাপ: বঙ্গে তাপমাত্রায় প্রভাব

শ্রীলঙ্কাকে ডুবিয়ে ভারতকে কার্যত ওয়াকওভার দিল দিতওয়াহ। ঘূর্ণিঝড় এখন শুধুই গভীর নিম্নচাপ। বৃষ্টির পূর্বাভাস (rain forecast) থাকলেও তার...

বিশ্ব এইডস্ দিবসে সচেতনতার বার্তা দিতে বিবেকের পক্ষ থেকে আলোচনা সভা

বিশ্ব এইডস্ (AIDS) দিবস উপলক্ষে বিবেকের পক্ষ থেকে জয়হিন্দ ভবনে আলোচনা সভার আয়োজন। মানুষের স্বার্থে দীর্ঘ ২৭ বছর...