Tuesday, November 11, 2025

তুষার মেহতাকে অভিষেকের চ্যালেঞ্জ, পারলে বাসভবনের সিসিটিভি ফুটেজ সামনে আনুন

Date:

এবার সরাসরি চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ( abhishek banerjee)। শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) সঙ্গে বৈঠকের কথা অস্বীকার করতেই তুষার মেহতাকে (tushar mehta) সরাসরি চ্যালেঞ্জ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বললেন, তুষার মেহতার কথার মূল্য তখনই থাকবে, যখন দেশের সলিসিটর জেনারেল তাঁর বাড়িতে শুভেন্দু থাকাকালীন সময়ের সিসিটিভি ফুটেজ (cctv footage) প্রকাশ্যে আনবেন।

তুষার -শুভেন্দু সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক মহলে তুলাকালাম চলছে বিগত কয়েকদিন ধরে। প্রথম বিষয়টি টুইটে সামনে আনেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। তিনি বলেন, সিবিআই-ইডি থেকে বাঁচতে শুভেন্দু সলিসিটর জেনারেলের বাড়িতে যাচ্ছেন। প্রভাবশালী তত্ত্বে এখনই তাঁর গ্রেফতার চাই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আওয়াজ ওঠে এখনই তুষার মেহতার পদত্যাগ চাই। চিঠি দিয়ে প্রধানমন্ত্রীকে সেই আবেদনও করা হয়েছে।

জল গড়াতেই তুষার মেহতা এই বৈঠকের কথা অস্বীকার করেন শুক্রবার। তাঁর দাবি, শুভেন্দু এসেছিলেন। কিন্তু বৈঠকে ব্যস্ত ছিলাম। তাই দেখা করতে পারব না জানিয়ে ছিলাম।

আর তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের প্রশ্ন, দেশের সলিসিটর জেনারেলের (solicitor general) বাড়িতে একজন যাচ্ছেন, অথচ বিনা অ্যাপয়েন্টমেন্টে? এটা হতে পারে নাকি! পরপর দু’টি টুইটে অভিষেক বলেছেন, রিপোর্ট বলছে, শুভেন্দু অধিকারী সলিসিটর জেনারেলের বাসভবনে গিয়েছিলেন। তার সাক্ষী ছিল অশ্বারোহী অফিসাররা। ছিলেন ৩০ মিনিট। এটা কী প্রমাণ করে না বৈঠক আগে থেকেই নির্দিষ্ট ছিল? সকলেই চাইছেন, আসল সত্যটা প্রকাশ্যে আসুক। প্রকাশ্যে আসুক সিসিটিভি ফুটেজ।

অভিষেকের টুইটের পর কার্যত বিপদে কেন্দ্রীয় সরকার। অস্বীকার করতে গিয়ে বিপদ ডেকে এনেছেন বিজেপির। কিন্তু দেখা করার কারণ যে কী, তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। তুষার মেহতা শুভেন্দুর তাঁর বাড়িতে যাওয়ার কথা মেনে নিয়ে এবার বৈঠকের কথা অস্বীকার করে কার্যত জটিলতায় জড়াচ্ছেন বিজেপিকে।

আরও পড়ুন:কোভিডে সরকারি খরচে রাশ টানতে গাড়ি, আসবাব, এসি না কেনার নির্দেশ নবান্নের

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version