Sunday, January 11, 2026

স্পিকারের পরামর্শে MLA হোস্টেলে নিরাপত্তারক্ষীদের আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করলো কলকাতা পুলিশ

Date:

Share post:

এবার বিধায়ক আবাসন বা MLA হোস্টেলে কোনও বিধায়কের নিরাপত্তারক্ষী (Security) আগ্নেয়াস্ত্র (Arms) নিয়ে প্রবেশ করতে পারবেন না। এমনই নির্দেশ জারি করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। বিধানসভার স্পিকার (Assembly Speaker) বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banarjee) সঙ্গে আলোচনা ও পরামর্শ করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

কেন্দ্রীয় বাহিনীর (Central Force) জওয়ান হোন কিংবা রাজ্য পুলিশ, যাঁরাই বিধায়কদের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, তাঁদের সকলের ক্ষেত্রে একই নির্দেশ প্রযোজ্য। এ প্রসঙ্গে কলকাতা পুলিশের ডিসি সাইফ আকাশ মাগারিয়া সংবাদ মাধ্যমকে জানান, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে, কোনও ধরনের আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করা যাবে না বিধায়ক আবাসনে।

প্রকারভেদে নিরাপত্তারক্ষীদের আগ্নেয়াস্ত্র বিভিন্ন ধরনের। রাজ্য পুলিশের কাছে যেমন নাইন এম এম রিভলবার থাকে, আবার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কাছে থাকে একে-৪৭ ও ইনসাসের মতো অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। এখন থেকে সব ধরনের আগ্নেয়াস্ত্রই বাইরে থাকবে।

জানা গিয়েছে, রিভলবারের মতো ছোট আকারের আগ্নেয়াস্ত্র রাখার জন্য MLA হোস্টেলের গেটের একটি বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। সেখানে সিসিটিভি নজরদারিতে থাকা একটি ঘরে থাকবে আলমারি। যেখানে ছোট আগ্নেয়াস্ত্র রাখা যাবে। তা দিনভর পর্যবেক্ষণের জন্য নিরাপত্তারক্ষী মোতায়েন থাকবে। আবার বড় আগ্নেয়াস্ত্র জমা রাখা যাবে নিকটবর্তী পার্ক স্ট্রিট থানায়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মনে করলে তাঁদের আগ্নেয়াস্ত্র পার্ক স্ট্রিট থানায় রাখতে পারেন। আবার বারাক বা আলাদা যদি কোনও জায়গা থাকে, সেখানেও আগ্নেয়াস্ত্র রেখে আসতে পারেন তারা, কিন্তু হোস্টেলে কোনওভাবেই আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকতে দেওয়া হবে না।

প্রসঙ্গত, আজ, শুক্রবার থেকে বিধানসভার বাজেট অধিবেশন শুরু। সেখানে উপস্থিত থাকবেন সব দলের বিধায়করা। কলকাতা থেকে ৪০ কিলোমিটার দূরবর্তী জেলার বিধায়কদের থাকার জন্য ব্যবস্থা MLA হোস্টেল রয়েছে পার্ক স্ট্রিটে। অধিবেশনে যোগ দিতে বা বিশেষ কাজে কলকাতায় এলে হস্টেলে থেকে যান দূরের জেলার বিধায়করা। তাঁদের সঙ্গে থাকেন নিরাপত্তারক্ষীরাও। এবার সেই সব নিরাপত্তারক্ষীদের আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হলো। যা খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

 

spot_img

Related articles

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭...

অশ্লীল কনটেন্ট বরদাস্ত নয়, কেন্দ্রের চিঠির পরই পদক্ষেপ এক্সের

ভারতীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের (Ministry of Electronics and Information Technology) কড়া চিঠির পর আসবে অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগে এখনও...

চমক! এগিয়ে গেল ‘মর্দানি ৩’-এর মুক্তির দিন

রানি মুখার্জির কেরিয়ারের অন্যতম নজরকাড়া সিনেমা ‘মর্দানি’ সিরিজ। একেবারে অন্যরূপে দেখা পাওয়া গিয়েছে তাঁকে। এবার প্রকাশ্যে ‘মর্দানি ৩’-এর(Mardaani...