Saturday, May 3, 2025

স্পিকারের পরামর্শে MLA হোস্টেলে নিরাপত্তারক্ষীদের আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করলো কলকাতা পুলিশ

Date:

এবার বিধায়ক আবাসন বা MLA হোস্টেলে কোনও বিধায়কের নিরাপত্তারক্ষী (Security) আগ্নেয়াস্ত্র (Arms) নিয়ে প্রবেশ করতে পারবেন না। এমনই নির্দেশ জারি করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। বিধানসভার স্পিকার (Assembly Speaker) বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banarjee) সঙ্গে আলোচনা ও পরামর্শ করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

কেন্দ্রীয় বাহিনীর (Central Force) জওয়ান হোন কিংবা রাজ্য পুলিশ, যাঁরাই বিধায়কদের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, তাঁদের সকলের ক্ষেত্রে একই নির্দেশ প্রযোজ্য। এ প্রসঙ্গে কলকাতা পুলিশের ডিসি সাইফ আকাশ মাগারিয়া সংবাদ মাধ্যমকে জানান, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে, কোনও ধরনের আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করা যাবে না বিধায়ক আবাসনে।

প্রকারভেদে নিরাপত্তারক্ষীদের আগ্নেয়াস্ত্র বিভিন্ন ধরনের। রাজ্য পুলিশের কাছে যেমন নাইন এম এম রিভলবার থাকে, আবার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কাছে থাকে একে-৪৭ ও ইনসাসের মতো অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। এখন থেকে সব ধরনের আগ্নেয়াস্ত্রই বাইরে থাকবে।

জানা গিয়েছে, রিভলবারের মতো ছোট আকারের আগ্নেয়াস্ত্র রাখার জন্য MLA হোস্টেলের গেটের একটি বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। সেখানে সিসিটিভি নজরদারিতে থাকা একটি ঘরে থাকবে আলমারি। যেখানে ছোট আগ্নেয়াস্ত্র রাখা যাবে। তা দিনভর পর্যবেক্ষণের জন্য নিরাপত্তারক্ষী মোতায়েন থাকবে। আবার বড় আগ্নেয়াস্ত্র জমা রাখা যাবে নিকটবর্তী পার্ক স্ট্রিট থানায়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মনে করলে তাঁদের আগ্নেয়াস্ত্র পার্ক স্ট্রিট থানায় রাখতে পারেন। আবার বারাক বা আলাদা যদি কোনও জায়গা থাকে, সেখানেও আগ্নেয়াস্ত্র রেখে আসতে পারেন তারা, কিন্তু হোস্টেলে কোনওভাবেই আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকতে দেওয়া হবে না।

প্রসঙ্গত, আজ, শুক্রবার থেকে বিধানসভার বাজেট অধিবেশন শুরু। সেখানে উপস্থিত থাকবেন সব দলের বিধায়করা। কলকাতা থেকে ৪০ কিলোমিটার দূরবর্তী জেলার বিধায়কদের থাকার জন্য ব্যবস্থা MLA হোস্টেল রয়েছে পার্ক স্ট্রিটে। অধিবেশনে যোগ দিতে বা বিশেষ কাজে কলকাতায় এলে হস্টেলে থেকে যান দূরের জেলার বিধায়করা। তাঁদের সঙ্গে থাকেন নিরাপত্তারক্ষীরাও। এবার সেই সব নিরাপত্তারক্ষীদের আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হলো। যা খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

 

Related articles

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...

শিশু নির্যাতনে আইন মেনে শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক, কড়া চিঠি স্বাস্থ্যভবনের

যৌন-নিগ্রহের শিকার হওয়ার শিশু ও নাবালকদের শারীরিক পরীক্ষার ক্ষেত্রে পকসো আইন মেনে পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন (The...
Exit mobile version