Tuesday, August 26, 2025

বিধানসভায় প্রবেশ নিষেধ বিজেপি বিধায়কদের কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের, বাইরে তৈরি শামিয়ানা

Date:

ভোটের পর আজ, শুক্রবার নবনির্মিত বিধানসভার প্রথম অধিবেশন (Assembly Session)। যেখানে রাজ্যপাল (Governor) জগদীপ ধনকড়ের (Jaydeep Dhankar) প্রারম্ভিক ভাষণ দিয়ে বাজেট অধিবেশন শুরু হবে ঠিক দুপুর ২টোয়। তৃণমূল (TMC) যেমন নিজেদের সব বিধায়কদের ফ্লোরে হাজিরার জন্য হুইপ জারি করেছে। ঠিক একইভাবে বিরোধী বিজেপি বিধায়করাও (BJP MLA) প্রায় সকলেই এদিন বিধানসভায় হাজির থাকবেন বলে জানা গিয়েছে।

বিজেপির “বড়”-“মেজো”-“ছোট”, সব বিধায়কই কমবেশি কেন্দ্রীয় নিরাপত্তা (Central Security) পান। কেউ পান জেড। কেউ ওয়াই। খুব স্বাভাবিকভাবেই পেশাগত কারণে তাঁদের ছায়াসঙ্গী হিসেবে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা আজ থেকে শুরু হওয়া বাজেট অধিবেশনে যোগ দিতে বিজেপি বিধায়কদের সঙ্গেই থাকবেন। তবে বিধানসভা চত্বরে ঢোকার অনুমতি মিলছে না কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। যদিও তাঁদের বসার জন্য বাইরে তৈরি হয়েছে নীল-সাদা কাপড়ের বিশাল শামিয়ানা।

এর আগে গত ২৮ জুন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Speaker Biman Banarjee) ডাকা সর্বদল বৈঠকে বিধানসভার ভিতরে কেন্দ্রীয় বাহিনীর প্রবেশাধিকার চায় বিজেপির পরিষদীয় দল। তবে রাজ্য সরকারের পরিষদীয় মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, রাজ্যের অনেক সাংসদকে পুলিশ নিরাপত্তা দেয়। কিন্তু সংসদ চত্বরে ঢুকতে দেওয়া হয় না তাঁদের। ঠিক তেমনই বিধানসভায় অনুমতি দেওয়া হবে না কেন্দ্রীয় বাহিনীকে। বিধানসভার বাইরে আলাদা ব্যবস্থা করে দেওয়া হবে।

উল্লেখ্য, এবার বাংলার হাইভোল্টেজ ভোটে ৭৭ জন জিতেছেন বিজেপির টিকিটে। এর মধ্যে সাংসদ থাকতে চেয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার। খাতায় কলমে বর্তমানে বিজেপির বিধায়ক ৭৫ জন। মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ায় এখন বিজেপির বিধায়ক সংখ্যা ৭৪। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

 

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version