Sunday, May 4, 2025

বিধানসভায় প্রবেশ নিষেধ বিজেপি বিধায়কদের কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের, বাইরে তৈরি শামিয়ানা

Date:

ভোটের পর আজ, শুক্রবার নবনির্মিত বিধানসভার প্রথম অধিবেশন (Assembly Session)। যেখানে রাজ্যপাল (Governor) জগদীপ ধনকড়ের (Jaydeep Dhankar) প্রারম্ভিক ভাষণ দিয়ে বাজেট অধিবেশন শুরু হবে ঠিক দুপুর ২টোয়। তৃণমূল (TMC) যেমন নিজেদের সব বিধায়কদের ফ্লোরে হাজিরার জন্য হুইপ জারি করেছে। ঠিক একইভাবে বিরোধী বিজেপি বিধায়করাও (BJP MLA) প্রায় সকলেই এদিন বিধানসভায় হাজির থাকবেন বলে জানা গিয়েছে।

বিজেপির “বড়”-“মেজো”-“ছোট”, সব বিধায়কই কমবেশি কেন্দ্রীয় নিরাপত্তা (Central Security) পান। কেউ পান জেড। কেউ ওয়াই। খুব স্বাভাবিকভাবেই পেশাগত কারণে তাঁদের ছায়াসঙ্গী হিসেবে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা আজ থেকে শুরু হওয়া বাজেট অধিবেশনে যোগ দিতে বিজেপি বিধায়কদের সঙ্গেই থাকবেন। তবে বিধানসভা চত্বরে ঢোকার অনুমতি মিলছে না কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। যদিও তাঁদের বসার জন্য বাইরে তৈরি হয়েছে নীল-সাদা কাপড়ের বিশাল শামিয়ানা।

এর আগে গত ২৮ জুন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Speaker Biman Banarjee) ডাকা সর্বদল বৈঠকে বিধানসভার ভিতরে কেন্দ্রীয় বাহিনীর প্রবেশাধিকার চায় বিজেপির পরিষদীয় দল। তবে রাজ্য সরকারের পরিষদীয় মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, রাজ্যের অনেক সাংসদকে পুলিশ নিরাপত্তা দেয়। কিন্তু সংসদ চত্বরে ঢুকতে দেওয়া হয় না তাঁদের। ঠিক তেমনই বিধানসভায় অনুমতি দেওয়া হবে না কেন্দ্রীয় বাহিনীকে। বিধানসভার বাইরে আলাদা ব্যবস্থা করে দেওয়া হবে।

উল্লেখ্য, এবার বাংলার হাইভোল্টেজ ভোটে ৭৭ জন জিতেছেন বিজেপির টিকিটে। এর মধ্যে সাংসদ থাকতে চেয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার। খাতায় কলমে বর্তমানে বিজেপির বিধায়ক ৭৫ জন। মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ায় এখন বিজেপির বিধায়ক সংখ্যা ৭৪। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

 

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version