Sunday, May 4, 2025

ভুয়ো-ভ্যাকসিন মামলায় CBI-কেও নোটিশ পাঠাতে আবেদনকারীকে নির্দেশ হাইকোর্টের

Date:

ভ্যাকসিন-কেলেঙ্কারির তদন্তভার কি CBI-এর হাতেই তুলে দিতে চাইছে কলকাতা হাইকোর্ট ?

ভুয়ো-ভ্যাকসিন সংক্রান্ত জনস্বার্থ মামলায় শুক্রবার আবেদনকারীর আইনজীবীর সওয়ালের ভিত্তিতে CBI-কেও নোটিশ পাঠাতে মামলাকারীকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷ এর পরই আইনজীবী মহলে প্রশ্ন উঠেছে, তাহলে কি ভুয়ো টিকা- কেলেঙ্কারির তদন্ত CBI-কেই দিতে চলেছে হাইকোর্ট ?

◾এদিন শুনানির শুরুতেই অ্যাডভোকেট জেনারেল (AG) ভ্যাকসিন-কেলেঙ্কারি সংক্রান্ত রাজ্যের রিপোর্ট আগামী সোমবার পেশ করার অনুমতি চান৷

◾ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল – মিঃ AG, গাড়িতে লাল ও নীল আলো ছাড়াও গাড়ির কাঁচে কালো রংয়ের ফ্লিম লাগানোর বিষয়টিও রাজ্যকে দেখতে হবে৷ এই ধরনের ফ্লিম লাগানো গাড়িই অপরাধ সংঘটিত করে৷

◾AG – আমরা তেমন নির্দেশই দিয়েছি।

◾ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি – শুধুই নির্দেশ দিলেই হবে না। ব্যবস্থা নিতে হবে। আইন তো আছেই। বিষয়টা দেখুন।

◾ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি – আগামী সোমবারের মধ্যে রাজ্যকে কসবার টিকা-কাণ্ড নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট, হলফনামার আকারে পেশ করতে হবে।

◾এই সময়েই মামলার আবেদনকারী বিজেপি নেতা তরুণজ্যোতি তেওয়ারির আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন –
আমরা CBI তদন্ত চেয়েছি। তাই CBI-এর কাছেও রিপোর্ট চাওয়া হোক।

◾বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় – আমরা বিষয়টি দেখছি।

আরও পড়ুন-মৃত বিজেপি-কর্মীর দেহ ফের ময়নাতদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

◾AG – এই মুহূর্তে CBI-এর কাছে রিপোর্ট তলব করার কোনও প্রয়োজনই নেই।
◾আইনজীবী বিল্বদল ভট্টাচার্য – আমার মক্কেল প্রাথমিকভাবে CBI-এর কাছেও কসবার টিকা-কান্ড নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের প্রেক্ষিতে আদালতের কাছে আমার আবেদন, অবিলম্বে CBI-এর কাছ থেকেও এ সংক্রান্ত প্রাথমিক রিপোর্ট তলব করা হোক।

◾AG – FIR করার অধিকার একমাত্র পুলিশেরই আছে, CBI-এর নেই। তাই CBI-এর কাছ থেকে রিপোর্ট তলব করার কোনও প্রয়োজন নেই। রুজু হওয়া FIR-এর ভিত্তিতে পুলিশই একমাত্র কোর্টকে এই রিপোর্ট দিতে পারে৷
◾আইনজীবী বিল্বদল ভট্টাচার্য – নারদা-মামলার ক্ষেত্রেও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এই একই তথ্য তুলে ধরেছিলেন আদালতে। কিন্তু সুপ্রিম কোর্ট ওই তথ্যের মান্যতা দেয়নি। সুপ্রিম কোর্ট CBI-তদন্তেরই নির্দেশ দিয়েছিল।

◾বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় – আমরা মামলা চলাকালীন বিষয়টি অবশ্যই খতিয়ে দেখবো।

প্রসঙ্গত, CBI-এর তরফে কোনও আইনজীবী এদিন আদালতে উপস্থিত ছিলেন না৷

◾এরপরই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ CBI-কে এই মামলার হলফনামার কপি নোটিশ হিসাবে পাঠানোর জন্য আবেদনকারীর আইনজীবীকে নির্দেশ দেন৷ আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি।

 

Related articles

জেল থেকে সেনার তথ্য পাকিস্তানে পাচার! পঞ্জাবে গ্রেফতার ২ চর

ভারতীয় সেনার গোয়েন্দা ব্যর্থতা পহেলগাম হামলায় (Pahalgan attack) যেভাবে প্রকাশ্যে এসেছে তাতে নিরাপত্তা নিয়ে কার্যত রাতের ঘুম উড়েছে...

কোটায় নিটের আগেই আত্মঘাতী মেডিক্যাল পরীক্ষার্থী, ভাড়াবাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ!

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার (National Eligibility cum Entrance Test) আগের রাতে গেরুয়া রাজ্যে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ। রাজস্থানের কোটা...

রাজ্য পুলিশের অভিযানে বসিরহাটে উদ্ধার লক্ষাধিক টাকার জাল নোট!  

রাজ্য পুলিশের (WB Police) বড় সাফল্য। উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat, North 24 Parganas) পুলিশ জেলার মাটিয়া থানা...

মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যজুড়ে, আজ কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়

রবিবাসরীয় সকালে আকাশে হালকা মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলছে। যদি এখনও পর্যন্ত বৃষ্টির কোনও খবর নেই। আলিপুর...
Exit mobile version