Tuesday, November 11, 2025

ভুয়ো-ভ্যাকসিন মামলায় CBI-কেও নোটিশ পাঠাতে আবেদনকারীকে নির্দেশ হাইকোর্টের

Date:

ভ্যাকসিন-কেলেঙ্কারির তদন্তভার কি CBI-এর হাতেই তুলে দিতে চাইছে কলকাতা হাইকোর্ট ?

ভুয়ো-ভ্যাকসিন সংক্রান্ত জনস্বার্থ মামলায় শুক্রবার আবেদনকারীর আইনজীবীর সওয়ালের ভিত্তিতে CBI-কেও নোটিশ পাঠাতে মামলাকারীকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷ এর পরই আইনজীবী মহলে প্রশ্ন উঠেছে, তাহলে কি ভুয়ো টিকা- কেলেঙ্কারির তদন্ত CBI-কেই দিতে চলেছে হাইকোর্ট ?

◾এদিন শুনানির শুরুতেই অ্যাডভোকেট জেনারেল (AG) ভ্যাকসিন-কেলেঙ্কারি সংক্রান্ত রাজ্যের রিপোর্ট আগামী সোমবার পেশ করার অনুমতি চান৷

◾ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল – মিঃ AG, গাড়িতে লাল ও নীল আলো ছাড়াও গাড়ির কাঁচে কালো রংয়ের ফ্লিম লাগানোর বিষয়টিও রাজ্যকে দেখতে হবে৷ এই ধরনের ফ্লিম লাগানো গাড়িই অপরাধ সংঘটিত করে৷

◾AG – আমরা তেমন নির্দেশই দিয়েছি।

◾ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি – শুধুই নির্দেশ দিলেই হবে না। ব্যবস্থা নিতে হবে। আইন তো আছেই। বিষয়টা দেখুন।

◾ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি – আগামী সোমবারের মধ্যে রাজ্যকে কসবার টিকা-কাণ্ড নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট, হলফনামার আকারে পেশ করতে হবে।

◾এই সময়েই মামলার আবেদনকারী বিজেপি নেতা তরুণজ্যোতি তেওয়ারির আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন –
আমরা CBI তদন্ত চেয়েছি। তাই CBI-এর কাছেও রিপোর্ট চাওয়া হোক।

◾বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় – আমরা বিষয়টি দেখছি।

আরও পড়ুন-মৃত বিজেপি-কর্মীর দেহ ফের ময়নাতদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

◾AG – এই মুহূর্তে CBI-এর কাছে রিপোর্ট তলব করার কোনও প্রয়োজনই নেই।
◾আইনজীবী বিল্বদল ভট্টাচার্য – আমার মক্কেল প্রাথমিকভাবে CBI-এর কাছেও কসবার টিকা-কান্ড নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের প্রেক্ষিতে আদালতের কাছে আমার আবেদন, অবিলম্বে CBI-এর কাছ থেকেও এ সংক্রান্ত প্রাথমিক রিপোর্ট তলব করা হোক।

◾AG – FIR করার অধিকার একমাত্র পুলিশেরই আছে, CBI-এর নেই। তাই CBI-এর কাছ থেকে রিপোর্ট তলব করার কোনও প্রয়োজন নেই। রুজু হওয়া FIR-এর ভিত্তিতে পুলিশই একমাত্র কোর্টকে এই রিপোর্ট দিতে পারে৷
◾আইনজীবী বিল্বদল ভট্টাচার্য – নারদা-মামলার ক্ষেত্রেও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এই একই তথ্য তুলে ধরেছিলেন আদালতে। কিন্তু সুপ্রিম কোর্ট ওই তথ্যের মান্যতা দেয়নি। সুপ্রিম কোর্ট CBI-তদন্তেরই নির্দেশ দিয়েছিল।

◾বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় – আমরা মামলা চলাকালীন বিষয়টি অবশ্যই খতিয়ে দেখবো।

প্রসঙ্গত, CBI-এর তরফে কোনও আইনজীবী এদিন আদালতে উপস্থিত ছিলেন না৷

◾এরপরই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ CBI-কে এই মামলার হলফনামার কপি নোটিশ হিসাবে পাঠানোর জন্য আবেদনকারীর আইনজীবীকে নির্দেশ দেন৷ আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি।

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version