Sunday, August 24, 2025

ভবানীপুর কেন্দ্র-সহ ৬ কেন্দ্রে উপনির্বাচনে প্রস্তুত রাজ্য, কমিশনকে সবুজ সংকেত দিল নবান্ন

Date:

বাংলায় করোনা পরিস্থিতি বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে। এই পরিস্থিতিতে রাজ্যের যে কেন্দ্রগুলিতে বিধানসভা নির্বাচন বাকি রয়েছে, সে কেন্দ্রগুলিতে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে কোনও সমস্যা নেই বলে বলে জানাল রাজ্য সরকার। এই মুহূর্তে নির্বাচন সম্ভব কিনা তা জানতে চেয়ে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে একটি চিঠি পাঠানো হয়। তার উত্তরে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, উপনির্বাচনের জন্য তারা প্রস্তুত।

প্রসঙ্গত, ২১এর বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ২৯২টি আসনের ফলপ্রকাশ করা সম্ভব হয়েছিল। কারণ ভোটের আগেই দুই প্রার্থীর মৃত্যু হয়। তাই সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর আসনে নির্বাচন সভব হয়নি। এদিকে ফলপ্রকাশের আগেই মারা যান খড়দহের প্রার্থী। অন্যদিকে ফলপ্রকাশের পরপরই বিজেপি বিধায়ক পদ ছাড়েন নিশীথ প্রামাণিক এবং জগন্নাথ সরকার। এমনকী ভবানীপুর আসনটিও ছেড়ে দেন শোভনদেব চট্টোপাধ্যায়। অর্থ্যাৎ সবমিলিয়ে মোট ৭টি বিধানসভা আসনে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে। এছাড়াও রাজ্যসভায় আরো ২ টি আসন খালি রয়েছে। রাজ্যসভার সাংসদ মানস ভুঁইয়া বিধানসভা আসনে জিতে মন্ত্রী হয়েছেন। তাই তাঁর আসনটিও ফাঁকা রয়েছে। এদিকে চলতি বছরে রাজ্যসভা থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী। যথারীতি সেই আসনটিও ফাঁকা। তাই অতিমারি পর্বে এই সবগুলি আসনে ভোট প্রক্রিয়া করা সম্ভব কিনা ,তা নিয়ে রাজ্য সরকারের মতামত জানতে চেয়েছিল নির্বাচন কমিশন। সেই উত্তরেই রাজ্য সরকারের তরফে জানানো হয়, করোনা পরিস্থিতি বাংলায় অনেকটাই নিয়ন্ত্রণে। তাই নির্বাচন সম্পন্ন করতে তাদের কোনও সমস্যা নেই।

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...
Exit mobile version