Thursday, August 28, 2025

সোমবার কলকাতা পুরসভা( Kolkata corporation) ঘেরাও কর্মসূচি রয়েছে বিজেপির (BJP)। ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডর (fake vaccine scam) ঘটনা প্রকাশ্যে আসতেই রাজ্য বিজেপি-র কর্মসমিতির বৈঠকে স্থির হয়েছিল জুলাই মাস পড়তেই লালবাজার ঘেরাও হবে। যাচ্ছে নানা প্রান্ত থেকে সমর্থকদের নিয়ে এসে ফেরাও কর্মসূচি হবে। কারণ তখনও পর্যন্ত বিজেপি নেতৃত্বের আশা ছিল যে জুলাইয়ের প্রথম সপ্তাহে রাজ্যে লোকাল ট্রেন, মেট্রো চালু হয়ে যাবে। কিন্তু বাস্তবে তা হয়নি। তাই সারা রাজ্য থেকে সমর্থকদের নিয়ে এসে জমায়েত করার সিদ্ধান্ত বাতিল করতে হলো। পরিবর্তে এখন শুধু পুরসভা ঘেরাওয়ের এই পরিকল্পনা। বিজেপি সূত্রে জানা গিয়েছে, সোমবার শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে পুরসভার দিকে আসার চেষ্টা করা হবে। যেখানে পুলিশ বাধা দেবে সেখানেই রাস্তায় বসে চলবে বিক্ষোভ।

 

লোকাল ট্রেন চালু হয়নি, তাই শহরের বাইরে থেকে কর্মী, সমর্থক নিয়ে আসা যাবেনা। বদলে বিজেপি পরিকল্পনা দলের উত্তর ও দক্ষিণ কলকাতা জেলা সংগঠনের উপরে নির্ভর করেই করতে হবে এই কর্মসূচি। বেশি জোর দেওয়া হচ্ছে দলের যুব ও মহিলা শাখার কর্মীদের আনার বিষয়ে। বিজেপি সূত্রে খবর, গত বুধবারই দলের রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু কলকাতার যুব মোর্চা ও মহিলা মোর্চার নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই পুরসভা ঘেরাও কর্মসূচিকে কী ভাবে বড় আকার দেওয়া যায়, তার পরিকল্পনা করা হয়েছে।

 

বিজেপি নেতৃত্বের আশা ছিল, জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে লোকাল ট্রেন চালু হয়ে যাবে। কিন্তু সেটা করতে না পারাতেই এখন পুরসভা ঘেরাওয়ের এই পরিকল্পনা। বিজেপি সূত্রে জানা গিয়েছে, সোমবার শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে পুরসভার দিকে আসার চেষ্টা করা হবে। পুলিশ যেখানে বাধা দেবে সেখানে বসে চলবে বিক্ষোভ। তবে লকডাউনের মধ্যে ঘেরাও কর্মসূচি রাখলে আরও একটা সমস্যা হয়েছে। ৫০ জনের বেশি পুলিশ কখনোই জমায়েত করতে দেবে না। ফলে প্রচুর লোক জুটিয়ে এনে বিক্ষোভ দেখানোর কোনো উপায় নেই । বিক্ষোভ দেখালে পুলিশের বাধার মুখে পড়তে হবে জেনেই গেরুয়া শিবির কর্মসূচি সাজাচ্ছে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। দলের এক নেতা বলেন, ‘‘পুলিশকে জানালেও অনুমতি মিলবে না। বড় জমায়েত হওয়ায় পুলিশ বাধাও দেবে। তাই প্রশাসনকে না জানিয়েই হবে পুরসভা ঘেরাও।’’

 

 

.

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version