Thursday, May 22, 2025

আর বোধহয় শাক দিয়ে মাছ ঢেকে রাখা সম্ভব হবেনা৷

নারদ-কাণ্ডের অভিযুক্ত রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেশের সলিসিটর জেনারেল তুষার মেহেতার ‘গোপন বৈঠক’ হয়েছে কি’না জানতে এবার RTI বা তথ্য জানার অধিকার আইনে আবেদন জমা পড়েছে৷ এই আর্জি জানিয়েছেন বিশিষ্ট সমাজকর্মী সাকেত গোখলে৷

কেন্দ্রীয় তদন্তকারী সংংস্থা যাকে অভিযুক্ত চিহ্নিত করেছে, সেই শুভেন্দু’র সঙ্গে CBI-এর প্রধান আইনজীবী তথা
সলিসিটর জেনারেলের বৈঠক নিয়ে দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ মেহেতার ভূমিকা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে৷ ইতিমধ্যেই মেহেতার ইস্তফা দাবি করেছে তৃণমূল৷ রাষ্ট্রপতির কাছে সলিসিটর জেনারেলের অপসারণও দাবি করা হয়েছে৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মেহেতার বাড়ির সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ প্রকাশের দাবি জানিয়েছেন৷
এর পর, শনিবার, বিশিষ্ট সমাজকর্মী সাকেত গোখলে RTI আইনে
আবেদন দাখিল করেছেন৷ গৈখলে তাঁ আবেদনে লিখেছেন, দেশের সলিসিটর- জেনারেল তুষার মেহেতা এবং বিজেপি নেতা তথা নারদ-কাণ্ডে অভিযুক্ত শুভেন্দু অধিকারীর মধ্যে গত ১জুলাই যে বৈঠকটি হয়েছে, তা নিতান্তই এক আইনজীবীর সঙ্গে মক্কেলের বৈঠকের মতো স্বাভাবিক বৈঠক হতে পারেনা৷
কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রকের যুগ্মসচিব অঞ্জু রাঠি রাণার কাছে সাকেত গোখলে জানতে চেয়েছেন –

১) দেশের আইনমন্ত্রক কি ইতিমধ্যেই দেশের সলিসিটর জেনারেল তুষার মেহেতা এবং বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর মধ্যে গত ১ জুলাইয়ের বৈঠকটি নিয়ে প্রাথমিক কোনও তদন্ত শুরু করেছে ?

২) তুষার মেহেতা’র কাছে এ বিষয়ে কোনও শো- কজ নোটিশ পাঠানো হয়েছে ?

৩) তুষার মেহেতা কি ইতিমধ্যেই কেন্দ্রীয় আইনমন্ত্রক বা অন্য কোনও কেন্দ্রীয় মন্ত্রকের কাছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে গোপন বৈঠকটি নিয়ে নিজের বক্তব্য জানিয়েছেন ?

৪) দয়া করে জানাবেন:
• গত ১ জুলাই, মেহেতার বাসভবনে শুভেন্দু- মেহেতা বৈঠক নিয়ে আইনমন্ত্রকের অনুমোদন ছিলো ?

• এই বৈঠকটি কি আগাম নির্দিষ্ট করা কর্মসূচি হিসাবে নথিভুক্ত ছিলো ?

• শুভেন্দু- মেহেতা বৈঠকটি হয়েছে কি’না ?

• শুভেন্দুর মেহেতার বাসভবনে যাওয়া, দেখা করা এবং বৈঠক সংক্রান্ত ভিডিও ফুটেজ কি মন্ত্রকের তরফে তলব করা হয়েছে ?

তুষার মেহেতার সঙ্গে গোপন বৈঠক করে শুভেন্দু অধিকারী এখন প্যাঁচে পড়েছেন বলেই মন্তব্য করেছে রাজনৈতিক মহল৷ RTI- এ উত্তর পাওয়া গেলে অথবা পাওয়া না গেলে, ঘটনাটি আদালত পর্যন্ত যেতে পারে বলে ধারনা আইনি মহলের৷

আরও পড়ুন- রাফাল দুর্নীতি: ফ্রান্স ময়দানে নামতেই জেপিসি তদন্তের দাবি কংগ্রেসের

Related articles

প্রয়োজনে মুখ্যসচিবের নেতৃত্বে দিল্লিতে টিম! নায্য পাওনা আদায়ে এবার কড়া অবস্থানের সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও বাংলা জুড়ে চলছে উন্নয়নের জোয়ার। কেন্দ্র বাংলার প্রাপ্য দেয়নি। এমনকী বাংলা থেকে জিএসটি তুলে নিয়ে...

পথশ্রী প্রকল্পে গ্রামীণ রাস্তায় ঢালাও উন্নয়ন! উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী 

১৪ বছরের রাজ্যে এক লক্ষ ৪৬ হাজার ৬৪৭ কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি করা হয়েছে। পথশ্রী প্রকল্পে ৩৮ হাজার...

কাশ্মীরের পরিস্থিতি পর্যালোচনায় তৃণমূলের প্রতিনিধি দল উপত্যকায়, বৈঠক ওমর আবদুল্লার সঙ্গে 

পহেলগাম সন্ত্রাস হামলার পরবর্তী সময়ে কাশ্মীরের পরিস্থিতি পর্যালোচনায় তৃণমূল কংগ্রেসের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল পৌঁছাল উপত্যকায়। সীমান্তবর্তী...

পরিযায়ী শ্রমিকদের প্রতি বিশেষ নজর মুখ্যমন্ত্রীর

বাংলার বিভিন্ন শ্রমিকদের ভিন রাজ্যে কাজ করতে গিয়ে হেনস্থার শিকার হতে হচ্ছে। বাংলায় ফিরে এলে তাদের যাতে কোনওরকম...
Exit mobile version