Thursday, May 22, 2025

সোমবার থেকে বাড়ছে স্টাফ স্পেশাল মেট্রো, জেনে নিন নয়া সময়সূচি

Date:

পয়েলা জুলাই থেকে রাজ্যে চালু হয়েছে সরকারি ও বেসরকারি বাস পরিষেবা, অটো এবং টোটো চলাচল। লোকাল ট্রেন না চললেও চলছে স্টাফ স্পেশাল মেট্রো (Metro)। সোমবার থেকে তার সংখ্যা আরও বাড়ানো হল। সোমবার থেকে ৬২টির বদলে চলবে ৯০টি স্টাফ স্পেশাল। দক্ষিণেশ্বর-গড়িয়া শেষ মেট্রো সন্ধে সাড়ে 6টার বদলে ছাড়বে সন্ধে 7টায় । সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা এবং বিকেল ৩.৪৫ মিনিট থেকে সন্ধে ৭টা পর্যন্ত ৮ মিনিট অন্তর দুদিকেই মিলবে মেট্রো ৷ সোমবার থেকে শনিবার পর্যন্ত এই পরিষেবা মিলবে৷ রবিবার পরিষেবা বন্ধ।

স্টাফ স্পেশাল (Staff Special) মেট্রোর সংখ্যা গত সপ্তাহেই বাড়ানো হয়েছে। আগে ৪০টি মেট্রো চলছিল। ২৮ জুন থেকে তা বাড়িয়ে করা হয়েছে ৬২টি। শুধু মেট্রো রেলের কর্মীরাই নন জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরাও তাদের আই কার্ড ও মেট্রোর স্মার্ট কার্ড (Smart Card) ব্যবহার করে স্টাফ স্পেশাল মেট্রোয় চড়তে পারছেন। মেট্রোর তরফে শনিবার বিবৃতি দিয়ে জানানো হয়েছে, পুলিশ, স্বাস্থ্য পরিষেবা, পশু চিকিৎসা, আদালত, সংবাদমাধ্যমের কর্মী, ব্যাঙ্ক, সংশোধনাগার, বিদ্যুৎ পরিষেবা, পানীয় জল সরবরাহ, টেলিকম, ইন্টারনেট পরিষেবা, দমকল, নিকাশি, খাদ্য সরবরাহ, বিমা, শ্মশান পরিষেবার সঙ্গে যুক্তরা এই বিশেষ মেট্রোতে চড়তে পারবেন।তবে, টোকেনের কেটে মেট্রো চড়ার বিষয়টি এখনও বন্ধ।

আরও পড়ুন- রাফাল দুর্নীতি: ফ্রান্স ময়দানে নামতেই জেপিসি তদন্তের দাবি কংগ্রেসের

 

Related articles

প্রয়োজনে মুখ্যসচিবের নেতৃত্বে দিল্লিতে টিম! নায্য পাওনা আদায়ে এবার কড়া অবস্থানের সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও বাংলা জুড়ে চলছে উন্নয়নের জোয়ার। কেন্দ্র বাংলার প্রাপ্য দেয়নি। এমনকী বাংলা থেকে জিএসটি তুলে নিয়ে...

পথশ্রী প্রকল্পে গ্রামীণ রাস্তায় ঢালাও উন্নয়ন! উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী 

১৪ বছরের রাজ্যে এক লক্ষ ৪৬ হাজার ৬৪৭ কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি করা হয়েছে। পথশ্রী প্রকল্পে ৩৮ হাজার...

কাশ্মীরের পরিস্থিতি পর্যালোচনায় তৃণমূলের প্রতিনিধি দল উপত্যকায়, বৈঠক ওমর আবদুল্লার সঙ্গে 

পহেলগাম সন্ত্রাস হামলার পরবর্তী সময়ে কাশ্মীরের পরিস্থিতি পর্যালোচনায় তৃণমূল কংগ্রেসের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল পৌঁছাল উপত্যকায়। সীমান্তবর্তী...

পরিযায়ী শ্রমিকদের প্রতি বিশেষ নজর মুখ্যমন্ত্রীর

বাংলার বিভিন্ন শ্রমিকদের ভিন রাজ্যে কাজ করতে গিয়ে হেনস্থার শিকার হতে হচ্ছে। বাংলায় ফিরে এলে তাদের যাতে কোনওরকম...
Exit mobile version