Monday, August 25, 2025

ভার্চুয়াল শুনানিতে আইনজীবীদের পোশাকবিধি নির্দিষ্ট করে দিল ক্ষুব্ধ হাইকোর্ট

Date:

করোনা ভাইরাসের জেরে ভার্চুয়াল শুনানিতে অংশ নিতে হচ্ছে আইনজীবীদের। আর তাতেই ঘটছে বিপত্তি । পোশাকবিধি শিকেয় তুলে ভার্চুয়াল মাধ্যমে হাজির হচ্ছেন আইনজীবীরা।
রংচঙে পোশাক তো আছেই, কারও বা পরণে গেঞ্জি। এক মহিলা আইনজীবী আবার হাজির হয়েছিলেন ফেসপ্যাক মেখে। আর সবাইকে পিছনে ফেলে সম্প্রতি এক আইনজীবী স্কুটার চালাতে চালাতে ভার্চুয়ালি সওয়াল করেছিলেন।
যা দেখে শুধুমাত্র তাজ্জব নন, রীতিমতো ক্ষুব্ধ বিচারপতিরা। ভার্চুয়াল শুনানি চলাকালীন আইনজীবীদের পোশাকের এই দশা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট।
আদালত বলেছে, সাধারণ পোশাকে আইনজীবীদের উপস্থিতি কোনও অবস্থাতেই কাম্য নয়। নিজের ঘর, বাড়ি বা অফিস থেকে ভার্চুয়াল শুনানিতে উপস্থিতিকে বর্ধিত আদালতকক্ষ বলেই ধরতে হবে তাঁদের। ভার্চুয়াল শুনানিও আদালতের ভিতরে সওয়াল করার মতোই সমান গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, ভার্চুয়াল শুনানিতে আইনজীবীদের জন্য পোশাকবিধিও স্থির করে দিয়েছে হাইকোর্টের এক সদস্যের বেঞ্চ। আদালত বলেছে, আইনজীবীদের সাধারণ সাদা শার্ট বা সাদা সালোয়ার কামিজ বা সাদা শাড়ি পরতে হবে। সঙ্গে সাধারণ সাদা নেক ব্যান্ড। উপরে কালো কোট পরলে তা প্রশংসনীয় হবে। ভার্চুয়াল শুনানির জন্য রুচিশীল ও উপস্থাপনযোগ্য ব্যাকগ্রাউড থাকা প্রয়োজন। সঙ্গে কোলাহলহীন শান্তিপূর্ণ পরিবেশ।শুনানি চলার মধ্যেই ভার্চুয়ালি সওয়াল করার সময় আইনজীবীদের ‘গা-ছাড়া’ মনোভাবের একঝাঁক অতীত উদাহরণ টেনে আনে আদালত। আর সেই সূত্রেই এক মহিলা আইনজীবীর ফেসপ্যাক মেখে উপস্থিতি ও অন্য এক আইনজীবীর স্কুটার চালানোর মধ্যেই ভার্চুয়ালি সওয়াল করার ঘটনা উল্লেখ করেছে এলাহাবাদ হাইকোর্ট। সঙ্গে আদালতের সতর্কতা, এর পর থেকে আর আইনজীবীদের এধরনের গা-ছাড়া মনোভাব বরদাস্ত করা হবে না।

Related articles

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...
Exit mobile version