ইউরো কাপে( euro cup) সেমিফাইনালে পৌঁছে গেল ডেনমার্ক( Denmark)। শনিবার তারা হারাল চেক প্রজাতন্ত্রকে( czech republic)। ম্যাচের ফলাফল ২-১। এই জয়ের ফলে স্বপ্নের দৌড় অব্যাহত রাখল ডেনমার্ক।

ম্যাচে এদিন শুরু থেকেই আক্রমণে ঝাপায় ডেনমার্ক। যার ফলে ম্যাচের ৫ মিনিটে গোল করে ডেনমার্ককে এগিয়ে দেন টমাস ডিলেনি। এরপর দাপট অব্যাহত থাকে ডেনমার্কের। ম্যাচের ৪২ মিনিটে ডেনমার্ককে ২-০ এগিয়ে দেন ডোলবার্গ। মাহেলের ক্রস রিসিভ করে দুরন্ত শটে গোল করেন তিনি।
এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণ চালায় চেক প্রজাতন্ত্র। যার ফলে ম্যাচের ৪৯ মিনিটে চেক প্রজাতন্ত্রের হয়ে ১-২ করেন প্যাট্রিক শিক। কিন্তু এরপরেও ডেনমার্কের দাপট অব্যাহত থেকে যায়। তৃতীয় গোল পেতে পারত ড্যানিশরা, কিন্তু সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি ব্র্যাথওয়েট-পৌলসেনরা। যার ফলে ম্যাচ শেষ হল ২-১ গোলে।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস
