Sunday, August 24, 2025

‘জন্মদাত্রী’ না ‘পালিকা’-কোন মায়ের জোর বেশি? টানাপোড়েনে হোমে বালিকা

Date:

শ্রীকৃষ্ণের উপর কার জোর বেশি যশোদা না দেবকী? এই বিতর্ক চলে আসছে যুগ যুগ ধরে। আজও সে প্রশ্ন দেখা দেয়। দেখা দেয় পশ্চিম মেদিনীপুরের পিউয়ের জীবনে। একরত্তি শিশুকন্যাকে পথের ধার থেকে তুলে এনেছিলেন ঘাটালের (Ghatal) অজব নগরের বাসিন্দা দেবু দোলই (Debu Dolui)। সালটা ২০০৮। ঘাটাল ময়রা পুকুর লাগোয়া রাজ্য সড়কের ধারে শিশুর কান্নার আওয়াজ শুনে দেখেন, গাছের নীচে পড়ে রয়েছে শিশুকন্যা। সাত পাঁচ না ভেবে তাকে কোলে নিয়ে সোজা বাড়ি চলে আসেন তিনি।

বাড়ি ফিরে স্ত্রী ছবির কোলে শিশুটিকে তুলে দেন। সেই থেকেই শিশুটিকে বুকে আগলে মানুষ করেছেন তাঁরা। প্রথম কিছু দিন শিশুটির বাবা-মায়ের খোঁজ চলে। কিন্তু সন্ধান না পেয়ে মেয়েটিকে নিজের মতো করে বড় করতে থাকেন দোলই দম্পতি। নাম রাখা হয় পিউ (Piu)।

তৈরি হয় সব প্রশাসনিক নথি।স্কুলে যাওয়া শুরু করে পিউ। প্রায় ১২ বছর পর হঠাৎ একদিন ঘাটাল থানার খড়ার বাসিন্দা রকি সামন্ত (Rocy Samanta) ও তাঁর স্ত্রী ইতু সামন্ত (Etu Samanta) হাজির হন দেবুর বাড়িতে। তাঁদের দাবি, পিউ তাঁদের সন্তান। সে যখন ছোট, তখন তাঁর ‘মা’ ইতুর মানসিক সমস্যা দেখা দেয়। রাস্তায় মেয়েটিকে ফেলে পালিয়ে যান তিনি। এতদিনে তাঁরা নাকি তাঁদের সন্তানের খোঁজ পেয়েছেন। এই খবরে দেবু ও ছবির মাথায় বাজ ভেঙে পড়ে। এতদিনে যাকে কন্যা স্নেহে পালন করে এসেছেন, তাকে ছেড়ে দিতে হবে?

আরও পড়ুন-অবিশ্বাস্য হলেও সত্যি, মাঝ সমুদ্রে দাউ দাউ করে জ্বলছে বিধ্বংসী আগুন

আইনি টানাপোড়েনে পিউয়ের ঠাঁই হয়েছে মেদিনীপুরের (Midnapur) সরকারি হোমে। দোলই পরিবার কান্নায় ভেঙে পড়েছে। কষ্ট পাচ্ছেন স্থানীয় বাসিন্দারাও। সকলের দাবি, হোম থেকে দেবু-ছবির কাছে ফিরিয়ে দেওয়া হোক পিউকে।

এদিকে ইতুর দাবি, জন্মদাত্রী হিসেবে, পিউ তাঁর কাছে থাকবে। আর দুই মা থাকার সত্ত্বেও পিউ এখন রয়েছে সরকারি হোমে!

 

Related articles

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...
Exit mobile version