Tuesday, May 6, 2025

ফের বেসুরো, সিপিএম নেতৃত্বের বদল চেয়ে সূর্যকান্তকে চিঠি কান্তি গঙ্গোপাধ্যায়ের

Date:

‘‘এখনই দলের সব কমিটি ভেঙে দেওয়া দরকার। দলকে শূন্য থেকে শুরু করতে হবে।’’

ভোটের পর দ্বিতীয়বার সুর কাটলো প্রবীণ সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়ের৷ জোরালো সুরেই এবার আলিমুদ্দিনের কর্তা- বদলের দাবি করেছেন দলের এই প্রবীণ নেতা৷

ফলপ্রকাশের পরপরই দলের নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে কান্তি গঙ্গোপাধ্যায় বলেছিলেন, “গোল গোল কথা আর না বলে, হারের দায় নিতে হবে শীর্ষ নেতাদেরই। বস্তুনিষ্ঠ অনুসন্ধানের প্রয়োজন”।

আর এবার রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে সরাসরি অনাস্থা প্রকাশ করে দলীয় নেতৃত্ব বদলের দাবি জানালেন তিনি। একইসঙ্গে নির্বাচনে শোচনীয় পরাজয়ের মূল্যায়ন করতে পার্টির রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রকে চিঠিও দিয়েছেন কান্তি৷
একুশের ভোটে রায়দিঘি কেন্দ্রে পরাজিত হয়েছেন কান্তি। দল একটিও আসন পায়নি৷ এই প্রসঙ্গ টেনে এনেই কান্তি গঙ্গোপাধ্যায় বলেছেন ‘‘দলকে এই বিপর্যয়ের মূল্যায়ন করতে হবে। এই ফলাফলে আমি হতাশ নই। দল একসময় শুদ্ধিকরণের পথে হেঁটেছিল। তা নিয়েই দলকে পুনর্মূল্যায়ন করতে হবে।’’ এরপরেই কান্তি দলের সর্বস্তরের নেতৃত্বের প্রতি অনাস্থা প্রকাশ করে বলেছেন, ‘‘এখনই দলের সব কমিটি ভেঙে দেওয়া উচিত। শূন্য থেকে শুরু করতে হবে।’’

তবে পার্টিকে চিঠি দেওয়ার কথা স্বীকার না করে কান্তিবাবু বলেছেন, “চিঠিতে নয়, যা বলার প্রকাশ্যেই বলেছি।’’ ওদিকে, আলিমুদ্দিনের খবর, কান্তি গঙ্গোপাধ্যায়ের চিঠি পেয়েছেন সূর্যকান্ত à§· চিঠির বিষয়বস্তু নিয়ে সূর্যকান্ত কথাও বলেছেন বিমান বসুর সঙ্গে। জানা গিয়েছে, আগামী মঙ্গলবার কান্তিকে আলিমুদ্দিনে ডেকে পাঠানো হয়েছে। তাঁর সঙ্গে কথা বলবেন বিমানবাবু।

প্রসঙ্গত, ফলপ্রকাশের পর দমদম উত্তর কেন্দ্রের পরাজিত প্রার্থী তন্ময় ভট্টাচার্য এবং কান্তি গঙ্গোপাধ্যায় দলের নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছিলেন। প্রকাশ্যে মন্তব্য করায় তন্ময়কে তিন মাস মুখ খুলতে নিষেধ করেছে করেছে পার্টি। তবে কান্তিকে ‘শাস্তি’ দেওয়া হয়নি৷ সেদিন তিনি বলেছিলেন, ‘‘মৌলবাদী শক্তিকে রুখে দিয়ে বাংলার মানুষ সচেতনতার পরিচয় দিয়েছেন। তা সে যে নেতৃত্বের মাধ্যমেই হোক না কেন। মানুষের বিশ্বাস আমরা অর্জন করতে পারিনি। এই বিষয়টি শীর্ষ নেতৃত্ব অনুসন্ধান করবেন। ওই অনুসন্ধান যেন অবশ্যই বস্তুনিষ্ঠ হয়। গোল গোল কথা বললে হবে না।” আর এবার তো সরাসরি নেতৃত্ব বদলেরই দাবি তুলেছেন কান্তি গঙ্গোপাধ্যায় à§·

আরও পড়ুন- বিজেপির পুরসভা অভিযানে কড়া প্রশাসন, একনজরে পুলিশি ব্যবস্থা

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version