Wednesday, November 12, 2025

মাতৃভাষায় শিক্ষাদানের ক্ষেত্রে দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। সম্প্রতি ইউডিআইএসই-এর সমীক্ষায় এই তথ্যই উঠে এসেছে। সমীক্ষায় দেখা গেছে, রাজ্যের বেশিরভাগ পড়ুয়া ইংরেজি মাধ্যম স্কুলের পরিবর্তে এখনও বাংলা মাধ্যমেই ভর্তি হন।পশ্চিমবঙ্গের পরেই ওড়িশার স্থান রয়েছে।

মাতৃভাষা শিক্ষার ক্ষেত্রে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের পক্ষ থেকে দেশজুড়ে প্রি-প্রাইমারী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত স্বীকৃত ও অনুমোদিত বিদ্যালয়গুলির উপর ইউডিআইএসই (ইউনাইটেড ডিস্ট্রিক্ট ইনফর্মেশন সিস্টেম ফর এডুকেশন) একটি সমীক্ষা চালায়।  রিপোর্টে দেখা গিয়েছে, পশ্চিমবঙ্গের ৮৯.৯ শতাংশ পড়ুয়াই বাংলা মাধ্যম স্কুলে ভর্তি হন। মাত্র ৫.৩ শতাংশ পড়ুয়া ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে।

অন্যদিকে তৃতীয় স্থানে রয়েছে কর্ণাটক। সেখানে ৫৩.৫ শতাংশ পড়ুয়াই কন্নড় ভাষাতেই  পড়াশোনা করেন। মাত্র ২০ শতাংশ পড়ুয়া পঠন-পাঠনের জন্য ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেন। সমীক্ষায় দেখা গিয়েছে, দক্ষিণের রাজ্যগুলিতেই ইংরেজি মাধ্যমে পড়ুয়াদের পড়াশোনার প্রবণতা বেশি।

প্রসঙ্গত, মাতৃভাষায় শিক্ষাদানের ক্ষেত্রে দেশের মধ্যে পিছিয়ে রয়েছে তামিলনাড়ু ও কেরল। তামিলনাড়ুতে মাত্র ৪২.৬ শতাংশ পড়ুয়া তামিল ভাষায় পড়াশোনা করে। অন্যদিকে কেরলে মালয়ালম ভাষায় পড়াশোনা করে মাত্র ৩৫ শতাংশ পড়ুয়া।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version