Wednesday, August 27, 2025

অভিযোগ, দু’দিন আগে বিজেপির তরফ থেকে এই ছবিগুলি দেখিয়ে বলা হয়েছিল বিজেপি নির্যাতিত হয়েছে। কিন্তু পরে দেখা গিয়েছে বিজেপির নির্যাতনের জেরে সাংঘাতিকভাবে আক্রান্ত হয়েছেন তৃণমূলের কর্মীরা। পরিস্থিতি খতিয়ে দেখতে কলকাতা টিভির সম্পাদক কৌস্তুভ রায় সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।

ইতিমধ্যেই অভিযোগ জমা পড়েছে ওসি এবং জাতীয় মানবাধিকার কমিশনের কাছে। তৃণমূল জানিয়েছে, তাঁদের দলের অনেক কর্মী এবং নেতা গৃহহীন। সেই কারণে ভূপতিনগর থানায়-এর ওসির কাছে বেশ কয়েকটি অভিযোগ দায়ের করা হয়েছে। ওসি তদন্ত করছেন। তবুও বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির তত্ত্বাবধানে ধীরে ধীরে সহিংসতা বাড়ছে। বিজেপি বলছে, টিএমসি সেই সহিংসতায় জড়িত। বিজেপি নেতারা টিএমসি কর্মীদের বাড়ির দিকে বোমাও ফেলেছিলেন।

দেখুন অভিযোগপত্রটি

অভিযোগ, জাতীয় মানবাধিকার কমিশন এক পক্ষের জায়গায় যাচ্ছে। বিজেপি দেওয়া লিস্ট অনুযায়ী ঘুরছে। বিজেপির সাজানো ঘটনায় ঘুরছে। আসল ঘটনাগুলি দেখতে আসুক। বিজেপিই মেরে দেখাচ্ছে যেন ওরা আক্রান্ত হয়েছে। কিন্তু আক্রান্ত হয়েছে তৃণমূলের কর্মীরা।

এ বিষয়ে তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, “বিজেপি সন্ত্রাস করে মিথ্যে গল্প ফাঁদছে। নির্যাতিত হচ্ছেন তৃণমূলের কর্মীরা।”

আরও পড়ুন-ফের দিল্লি যাচ্ছেন শুভেন্দু? কারণ নিয়ে জোর জল্পনা

অভিযোপত্রে বিজেপির যারা এই সহিংসতার সঙ্গে জড়িত তাঁদের নাম উল্লেখ করা হয়েছেঃ

সুখদেব দলুই, অনুপ দলুই, আনন্দ দলুই, বিপ্লব মাইতি, সত্যেন্দু পাণ্ডা, সুরজিৎ মাজি, আনন্দ গায়েন, শতদল বর্মন, তারক উপাধ্যায়, মনিশঙ্কর গায়েন, মেঘনাদ বর্মন, গোবিন্দ বর্মন,নারায়ণ মাইতি, ভাগীরথ খাটুয়া, রতন খাটুয়া, কার্তিক চক্রবর্তী, খোকন মণ্ডল, জগদীশ পট্টনায়ক, গৌরাঙ্গ বেরা, প্রতাপ বর্মন।

যে তৃণমূলের কর্মী যারা ঘরছাড়াঃ

সন্ধ্যা জানা, হরিপদ জানা, নিতাই বেরা, নকুল খাটুয়া, তাপস ভুঁইয়া, শঙ্কর বর্মন, অজিত বর্মন, অস্তিক দলুই, রাজকুমার বেরা, অভিরাম গায়েন, অভিরাম জানা, বিপিন দলুই, নারায়ণ মাইতি, দিলীপ দলুই, বিশ্বব্রত দলুই, সুব্রত দলুই, দেবব্রত দলুই, বলাই জানা, রবীন্দ্রনাথ দলুই, দিলীপ জানা, বাগেশ্বর দলুই, অজিত লায়া, দেবানন্দ বেরা, নরেশ কারণ, দেবাঞ্জন দলুই, অমলেন্দু দাস, উত্তম কুমার দাস, সুকুমার ভুন্ডা, বুদ্ধদেব বেরা, দিবাকর বার, রাজকুমার মান্না, পঙ্কজ বার, মিলন বার, দারকেশ দাস, অম্বিকাশ মান্না, কালিপদ বর্মন, বরুন কুমার সাহু, দীনেশ বারিক, অনির্বান মাঝি, জয়দেব বেরা, পুলকেশ জানা, শিবশঙ্কর গায়েন, শুকদেব মান্না, বকুল বেরা সহ প্রমুখ।

 

Related articles

গুরুবারে TMCP-র প্রতিষ্ঠাদিবসে মেগা ছাত্র সমাবেশ, নির্দেশিকা দেবেন মমতা, বলবেন অভিষেকও

গুরুবারে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস। মেগা ছাত্র সমাবেশ মেয়ো রোডে। ২৮ অগাস্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই শহরে...

তিনিই নিয়োগ করেছিলেন, এবার গৌড়বঙ্গের উপাচার্যকে সরালেন রাজ্যপালই

রাজ্যের তালিকা অগ্রাহ্য করে বাংলার বিশ্ববিদ্যালয়গুলির উপর কার্যত এক নায়কতন্ত্র চালানোয় অভিযুক্ত রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C...

ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর, কী বললেন প্রধানমন্ত্রী মোদি?

চলতি বছরে ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর। ২০০২ সালের পর আবারও দাবা বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত। ২৩...

একসঙ্গে গণেশ পুজোয়! সুনিতা বললেন ‘আমার গোবিন্দা শুধুই আমার’

বিচ্ছেদের যাবতীয় গুঞ্জন উড়িয়ে এক সঙ্গে গোবিন্দা-সুনিতা (Govinda-Sunita)। বুধবার বাড়ির গণেশ পুজোয় (Ganesh festival) ভেস্তে দিলেন নিন্দুকদের সব...
Exit mobile version