Sunday, August 24, 2025

জম্মু এয়ারবেশে(Jammu airforce station) ড্রোন হামলার ঘটনায় প্রকাশ্যে এল ফরেন্সিক রিপোর্টের চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, এয়ারবেশে যে ড্রোন হামলা(drone attack) চালানো হয় সেখানে আইইডিতে ব্যবহার করা হয়েছিল আরডিএক্স(RDX) এবং নাইট্রাইট। দুটি ড্রোনে ১.৫ কেজি করে মোট ৩ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়। শুধু তাই নয়, এই হামলায় যে ড্রোন ব্যবহার করা হয়েছিল তা জিপিএস দ্বারা পরিচালিত চিনা ড্রোন।

সংবাদমাধ্যম সূত্রের খবর, ফরেন্সিক রিপোর্ট প্রকাশ্যে আসার পর ইতিমধ্যেই এনএসজির তরফে এয়ারফোর্স স্টেশনে অ্যান্টি ড্রোন প্রযুক্তি বসানো হয়েছে। শুধু তাই নয় তদন্ত রিপোর্টে জানা গিয়েছে, এই হামলার মূল উদ্দেশ্য ছিল এয়ারবেশে উপস্থিত যুদ্ধবিমান গুলিকে ক্ষতিগ্রস্ত করা। ওই হামলার ঘটনায় জঙ্গি যোগ রয়েছে বলে দাবি করেছে তদন্তকারীরা। উল্লেখ্য, গত ২৭ জুন রাতে জম্মু-কাশ্মীরের এয়ারফোর্স স্টেশনে পরপর দুটি ড্রোন হামলা চালানো হয়। এই ঘটনায় বড়সড় ক্ষতি না হলেও আহত হন দুইজন নিরাপত্তারক্ষী। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এনআইএ। শুধু তাই নয়, জম্মুতে হামলার পর এখনো পর্যন্ত ৫বার ড্রোন দেখা গিয়েছে জম্মু একাধিক এলাকায়। পাশাপাশি ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের কাছেও ড্রোনের উপস্থিতি দেখা গেছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে ইতিমধ্যেই উপত্যাকায় ড্রোনের ব্যবহার নিষিদ্ধ করে দিয়েছে প্রশাসন।

আরও পড়ুন:লোকসভায় অধীরকে সরিয়ে কংগ্রেস দলনেতা রাহুল? জল্পনা তুঙ্গে

প্রাথমিক তদন্তে যে তথ্য উঠে আসছে তাতে স্পষ্ট সীমান্তের ওপার থেকেই হামলার ষড়যন্ত্র করা হয়। তবে তদন্তে ড্রোন হামলার তথ্য স্পষ্ট হয়ে গেলেও ড্রোনের উপস্থিতির কোনো প্রমাণ পাওয়া যায়নি। ফলস্বরূপ তদন্তকারীদের অনুমান, হামলা চালানোর পর ড্রোন দুটি ফিরে যায় ওই এলাকা থেকে। গোটা ঘটনার তদন্তে নেমে জঙ্গি যোগের বহু প্রমাণ মিলেছে বলে জানা যাচ্ছে।

 

Related articles

পদ্মবিভীষণ! দেশের প্রয়াত অর্থমন্ত্রীকে চরম অশ্রদ্ধা বিজেপি নেত্রী অগ্নিমিত্রার

কতটা অশ্রদ্ধা থাকলে দেশের প্রাক্তন মন্ত্রী তথা নিজের দলের জাতীয় নেতাকে একজন বিধায়ক সম্মান জানাতে গিয়েও নক্কারজনক শব্দ...

পথ দুর্ঘটনায় প্রয়াত জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার ফারিদ, সিসিটিভি ফুটেজ দেখেই হতবাক সকলে

পথ দুর্ঘটনাতে প্রয়াত জম্মু ও কাশ্মীরের(Jammu&Kashmir) ক্রিকেটার ফারিদ হুসেন(Frid Hussain)। তাঁর দুর্ঘটনার সিসিটিভ ফুটেজ প্রকাশ্যে আসতেই হৈচৈ পড়ে...

ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর রিলায়েন্স না আদানি গোষ্ঠী !

সংসদে গেমিং প্ল্যাটফর্মগুলি নিষিদ্ধ হওয়ায় ভারতীয় দলের জার্সি থেকে সরছে ড্রিম ইলেভেনের (Dream 11) লোগো। কিন্তু এরপর কে?...

পণের দাবিতে স্ত্রীকে ‘খুন’, এনকাউন্টারে ধরা পড়েও আফশোষ নেই খুনি স্বামীর!

স্করপিও গাড়ি পেয়েও নিস্তার নেই। দেওয়া হয়েছে আরও একটি গাড়ি। দিতে হবে আরও ৩৬ লক্ষ। নয় বছর ধরে...
Exit mobile version