Saturday, August 23, 2025

লোকসভায় অধীরকে সরিয়ে কংগ্রেস দলনেতা রাহুল? জল্পনা তুঙ্গে

Date:

পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে চাপের মুখে কংগ্রেস।

উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন এবং ২০২৪-এর লোকসভা ভোট নিয়ে দেশের রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলাচ্ছে ৷ তার সঙ্গে পাল্লা দিতে জাতীয় কংগ্রেসও কৌশল বদল করছে৷

সূত্রের খবর, সংসদীয় দলে বড় মাপের রদবদল ঘটাতে চলেছে কংগ্রেস। সর্বশেষ খবর,লোকসভায় কংগ্রেসের দলনেতার পদ থেকে অধীর চৌধুরিকে সরিয়ে দায়িত্বে আনা হতে পারে রাহুল গান্ধীকেই৷ সোনিয়া গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী চাইছেন, এখনই এই পদ রাহুল গান্ধী গ্রহণ করুন। রাহুলকে রাজি করাতে সোনিয়া-প্রিয়াঙ্কা তৎপরতা বাড়িয়েছেন বলেও শোনা যাচ্ছে৷

 

কংগ্রেস হাইকম্যান্ড মমতা বন্দ্যোপাধ্যায় ইস্যুতে সুর নরম রাখতে চাইছে। অধীর চৌধুরি বরাবরই কড়া ভাষায় আক্রমণ করে গিয়েছেন তৃণমূলকে। লোকসভার কংগ্রেস দলনেতার এই সুর, গোটা দলের সুর হিসাবেই ধরে নিচ্ছে রাজনৈতিক মহল৷

ওদিকে, ২০২৪-এর লোকসভা নির্বাচনে মোদি- বিরোধী মুখ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাইছেন একাধিক দল৷ অনেকটাই পিছিয়ে আছেন রাহুল গান্ধী। ওদিকে রাজনৈতিক মহলে ফের জল্পনা চলছে বিজেপি- বিরোধী তৃতীয় ফ্রন্ট গড়া নিয়ে৷ এমন ফ্রন্ট তৈরি হলে রাজনৈতিক ভাবে লোকসান হবে কংগ্রেসের।

 

বিজেপি বিরোধী শক্তি হিসেবে তৃণমূল যেভাবে উঠে এসেছে একুশের বঙ্গ-বিধানসভা বিধানসভা নির্বাচনের পর, সেই বিষয়টিকে স্বাগত জানিয়েছে প্রায় সব বিরোধী দল। ওদিকে লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর ঘোরতর তৃণমূল বিরোধী বলে পরিচিত৷ ২০২৪-এর ভোটের আগে মমতার সঙ্গে “সম্পর্ক উন্নত” করতে চান সোনিয়া গান্ধী নিজেই৷ তাই অধীর চৌধুরিকে সরিয়ে তৃণমূলকে ‘বার্তা’ দিতে চাইছে কংগ্রেস ৷

 

অধীরের বিকল্প নাম হিসেবে একাধিক নাম উঠে এলেও, এ তালিকায় সর্বশেষ সংযোজন রাহুল গান্ধীর নাম। তবে রাহুল নিজে এখনও এই বিষয়ে কিছু জানাননি।

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version