টিটাগড়ে তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বোমা, জখম ২

বেলঘরিয়ার পর এবার উত্তপ্ত টিটাগড় (Titagarh)। ফের তৃণমূল কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, রবিবার রাতে টিটাগড়ের পুরানি বাজার এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে শাসক দলের কর্মীদের লক্ষ্য করে বোমা ছোঁড়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। বোমা ফেটে জখম হন এক তৃণমূল কর্মীর মা ও এক পথচারী। গোটা ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।ইতিমধ্যেই শাসক দলের তরফে টিটাগড় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের সন্ধান পাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

স্থানীয় তৃণমূল কর্মীর অভিযোগ, রবিবার রাতে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের দলীয় কার্যালয়ে বসে ছিলেন কয়েকজন কর্মী। ওইসময় বাইকে এসে আচমকা বোমাবাজি চালাতে থাকে কিছু দুষ্কৃতী। দলীয় কর্মীদের লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। বোমার আঘাতে গুরুতর জখম হন এক তৃণমূল কর্মীর মা ও এক পথচারী। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ ও টিটাগড় থানার পুলাশ। কিন্তু ততক্ষণে সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

Previous articleব্রেকফাস্ট নিউজ
Next articleকোভিশিল্ড নেওয়া ৮৩.৯ শতাংশ মানুষ করোনার ডেল্টা রুখতে সক্ষম, বলছে ICMR