বাড়বে বাসের ভাড়া? বাস মালিকদের সঙ্গে আজ বৈঠকে পরিবহন মন্ত্রী

রাজ্যে বাসের ভাড়া কি বাড়বে ?

বেসরকারি বাস মালিকদের বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে সোমবার দুপুরেই বৈঠকে বসছেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম।
প্রসঙ্গত, বাস মালিক সংগঠনগুলি দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে, পেট্রোল-ডিজেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়াতে হবে বাসের ভাড়া। আজকের বৈঠক পরিবহনমন্ত্রীর কাছে সেই দাবিই আরও একবার তুলবে বাস মালিক সংগঠনগুলি। রাজ্য সরকার বেসরকারি এবং সরকারি বাস চালানোর অনুমতি দিলেও, ডিজেলের বর্ধিত দামের কথা উল্লেখ করে রাস্তায় বাস নামায় নি বেসরকারি বাস মালিকরা৷ মালিকদের বক্তব্য, ভাড়া বৃদ্ধি করা না গেলে বাস চালানো সম্ভব নয়।খরচ তুলতে না পারলে ক্ষতির মুখে পড়তে হবে মালিক পক্ষকেই। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট, বেঙ্গল বাস সিন্ডিকেট, ওয়েস্টবেঙ্গল বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন-সহ সব সংগঠনই বাস ভাড়া বাড়ানোর দাবি তুলেছে। জানা গিয়েছে, সাধারণ মানুষের দুর্ভোগের কথা মাথায় রেখে আজ বাস নামানোর আবেদন করবেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম।

Previous articleবিজেপির অভিযান : সুবোধ মল্লিক স্কোয়ারে পুলিশের ব্যারিকেড, তৎপরতা তুঙ্গে
Next articleলোকসভায় অধীরকে সরিয়ে কংগ্রেস দলনেতা রাহুল? জল্পনা তুঙ্গে