Thursday, May 15, 2025

গত বছরের পরীক্ষা করোনার(Covid) কারণে নিতে পারেনি সিবিএসই(CBSE) বোর্ড। চলতি বছরেও তার ব্যাতিক্রম হয়নি। তবে আগামী বছর করোনা পরিস্থিতি কেমন থাকবে তা নিয়ে ধোঁয়াশা থাকলেও, আগামী বছরে দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার প্রস্তুতি এখন থেকে শুরু করে দিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। সোমবার জানিয়ে দেওয়া হয়েছে ২০২২ সালে বোর্ডের পরীক্ষা হবে দুই ধাপে। পাশাপাশি সিলেবাসও কমিয়ে ফেলা হবে প্রায় ৫০ শতাংশ।

বোর্ডের তরফে সোমবার যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে জানানো হয়েছে, আগামী নভেম্বর-ডিসেম্বরে দশম এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের প্রথম টার্ম পরীক্ষা হবে। দ্বিতীয় টার্ম পরীক্ষা হবে আগামী মার্চ-এপ্রিলে। একই সঙ্গে পড়ুয়াদের যাতে সমস্যা না হয় তার জন্য সিলেবাস প্রায় ৫০ শতাংশ ছেঁটে ফেলা হবে। কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়েছে, আভ্যন্তরীণ মূল্যায়ন (ইন্টারনাল অ্যাসেসমেন্ট), প্রজেক্ট ওয়ার্কের মতো বিষয়গুলিকে আরও কার্যকরী এবং ভালো করে তোলার উপর বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুন:পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে এবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন খোদ মুখ্যমন্ত্রী

উল্লেখ্য, করোনার জেরে চলতি বছরের দশম শ্রেণীর পরীক্ষা বাতিল করা হলেও, দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল সিবিএসই। কিন্তু করোনার জেরে শেষ পর্যন্ত বাধ্য হয়েই তা বাতিল করে দিতে হয়। এবং আদালতের হস্তক্ষেপে পড়ুয়াদের ফল প্রকাশের জন্য পূর্বের ফলাফলের ওপর ভিত্তি করেই নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেয় বোর্ড। তবে আগামী বছর পরীক্ষা নেওয়ার বিষয়ে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য এখন থেকেই নীতি তৈরীর পথে হাঁটছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

Related articles

বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ! রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ডাহা ফেল ৫১ জীবনদায়ী ওষুধ

রাজ্যের বাজারে ফের মিলল জাল ও নিম্নমানের ওষুধের হদিশ। রাজ্য ড্রাগ কন্ট্রোলের সাম্প্রতিক নমুনা পরীক্ষায় গুণমান পরীক্ষায় উত্তীর্ণ...

অ্যাক্রোপলিস মলে মাতৃত্বের জাদুতে মাতোয়ারা শহর, বিশেষ দিনে সম্মানিত হলেন মা ও সন্তানরা

“মা” শব্দটি শুধু একটিমাত্র ডাক নয়—এ এক অনুভব, এক শক্তি। সেই মাতৃত্বের জাদুকেই সম্মান জানিয়ে মাতৃ দিবস উপলক্ষে...

চেন্নাইকে টেক্কা বাংলার! মৃত্যুর মুখ থেকে রুক্মিণীকে ফিরিয়ে আনল হাওড়ার হাসপাতাল

‘উন্নত চিকিৎসা মানেই দক্ষিণ ভারত’— এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন উদাহরণ তৈরি করল হাওড়ার নারায়ণা হাসপাতাল। বাইকের ধাক্কায়...

মরণোত্তর অঙ্গদানে অনন্য দৃষ্টান্ত! চার জনকে নতুন জীবন দিলেন জয়েশ 

মৃত্যুর পরেও চারটি প্রাণে জীবনপ্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলেন দমদমের কাশিপুরের যুবক জয়েশ লক্ষ্মীশঙ্কর জয়সওয়াল। মাত্র ২৫ বছর বয়সে...
Exit mobile version